ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আগৈলঝাড়ায় এক্স-রে মেশিন নষ্ট ॥ সেবা বঞ্চিত রোগী

প্রকাশিত: ০৪:৩৪, ১৩ অক্টোবর ২০১৭

আগৈলঝাড়ায় এক্স-রে মেশিন নষ্ট ॥ সেবা বঞ্চিত রোগী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালের একমাত্র ডিজিটাল এক্স-রে মেশিনটি গত সাড়ে চার মাস পর্যন্ত নষ্ট হওয়ায় স্বল্প খরচে এক্স-রে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগী। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের। জানা গেছে, সরকারের সংশিষ্ট মন্ত্রণালয় থেকে রোগীদের স্বল্প খরচে এক্স-রে করার জন্য সম্প্রতি হাসপাতালে ৩০০ এমএম অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন প্রদান করা হয়। নতুন মেশিন স্থাপনের পরপরই তা কয়েক দফায় নষ্ট হয়। সর্বশেষ গত জুন মাসে এক্স-রে মেশিনটি নষ্ট হওয়ার পর আগস্ট মাসে এক্স-রে মেশিনটি মেরামতের উদ্যোগ নেয়া হলেও এখন পর্যন্ত তা সচল হয়নি। ভুক্তভোগী রোগীর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের বাইরে থেকে (ডায়াগনস্টিক সেন্টার) বাড়তি আয়ের জন্য এক্স-রে মেশিনটি সচল করতে সরকারী অপারেটরের অনীহার কারণে উন্নতমানের মেশিনটি সচল হচ্ছে না। যে কারণে রোগীরা বাইরে থেকে নামসর্বস্ব ডায়াগনস্টিক সেন্টার থেকে অধিক টাকা ব্যয়ে এক্স-রে করাতে বাধ্য হচ্ছেন। চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১২ অক্টোবর ॥ ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর গ্রামে স্ত্রী রাবেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অপরাধে স্বামী আলমগীর হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার দুপুর ২টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদ এ রায় দেন। উল্লেখ্য, ২০১২ সালের মার্চের ১০ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে আলমগীর তার শ^শুরবাড়িতে স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে বাগবিত-ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে শ^শুরের ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রী ঘাড়ে কোপ দিলে মাথা আর শরীর অনেকটা আলাদা হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ করেন। ঝালকাঠিতে প্রেমিক নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার বিচারক বজলুর রহমান নলছিটি উপজেলার তিমিরকাঠী গ্রামের মেহেদী হাসান ওরফে দুদু মিয়াকে যাবজীবন কারাদ- ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদ- প্রদান করেছেন। উল্লেখ্য, ২০১৩ সালে ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮ টায় একই গ্রামের বাসিন্দা অনার্স ৩য় বর্ষের ছাত্রী প্রেমিকা শারমিন আক্তারকে প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পথে মেহেদী হাসান ওরফে দুদু মিয়া তাকে হত্যা করে।
×