ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বরিশালে যুবদলের মিছিলে লাঠিচার্জ ॥ আহত ১০

প্রকাশিত: ০৫:০৫, ১১ অক্টোবর ২০১৭

বরিশালে যুবদলের মিছিলে লাঠিচার্জ ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার বেলা এগারোটায় জেলা যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জে ১০ নেতাকর্মী আহত হয়েছে। জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব জানান, তারা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভা করে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হলে পুলিশ মিছিলে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের বাগ্বিত-ার এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এতে তিনিসহ সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খবির উদ্দিনসহ ১০ নেতাকর্মী আহত হন। চট্টগ্রামে লেবার পার্টির চেয়ারম্যান আটক স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, বিএনপি কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠান থেকে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে অনুমতি ছাড়া মিছিল করে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়। জানা যায়, চট্টগ্রাম প্রেসক্লাব এবং নুর আহম্মদ সড়কের নাসিমন ভবনস্থ কার্যালয়ের সামনে থেকে তারা আটক হন। প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছিল লেবার পার্টির প্রতিনিধি সভা। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রুহুল কবির রিজভী। বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে প্রেসক্লাবের সামনে এসে জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। সেখানে বিএনপির কর্মীরা বাধা সৃষ্টি করতে চাইলে প্রথমে পুলিশ তিনজনকে আটক করে। অনুষ্ঠান শেষে বেলা ১১টার দিকে রিজভী বের হওয়ার সময় আবারও মিছিল শুরু করে কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে পুলিশ সেখান থেকে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ আরও ৪ জনকে আটক করে। পঞ্চগড়ে আটক ৪ স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে জেলা ছাত্রদলের বের করা বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ ৪ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
×