ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

সরাইলে বাস-ট্রাক সংঘর্ষে মা-ছেলেসহ নিহত চার

প্রকাশিত: ০৫:৪১, ৯ অক্টোবর ২০১৭

সরাইলে বাস-ট্রাক সংঘর্ষে মা-ছেলেসহ নিহত চার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে বাস-ট্রাকের সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে সরাইল উপজেলার বিশ্বরোড মালিহাতায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই বাসের যাত্রী। আহতদের স্থানীয় ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলো বাসের হেলপার মুমিন মিয়া (৩৮) ও যাত্রী সৈয়দ হোসেন (৫৫), পারভীন (৩০) ও তার শিশুপুত্র নূরুন্নবী (৩ মাস)। সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার এসআই আব্দুল কাদের জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেটগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে একজন এবং জেলা সদর হাসপাতালে নেয়ার পর আরও দুইজন মারা যান। এ ঘটনায় ১০ জন আহত হন। দুর্ঘটনার পরপর তাৎক্ষণিকভাবে এলাকাবাসী উদ্ধার কাজ শুরু করেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ শুরু করে। সাভারে গার্মেন্টস কর্মকর্তার নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সাভারে প্রাইভেটকার চাপায় রেজাউল করিম রাজু (২৭) নামের এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন দুপুরে মহাড়কের আলমনগর এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন স্থানীয় গ্রীন ভিউ এক্সসরিজ কিউসি রেজাউল করিম রাজু। এ সময় সামনে থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বরিশালে শিশু ও বৃদ্ধা স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর রূপাতলী পল্লীবিদ্যুত অফিসের সামনে বরিশাল-পটুয়াখালী সড়ক পারাপারের সময় শনিবার সন্ধ্যায় যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। নিহত আনোয়ারা বেগম ঝালকাঠি সদর উপজেলার রায়পুরা এলাকার মানিক হাওলাদারের স্ত্রী। একইদিন সন্ধ্যায় জেলার উজিরপুর উপজেলার শিকারপুর জিজি স্কুলসংলগ্ন এলাকায় নছিমনের ধাক্কায় আল-আমিন সরদার (৭) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত আল-আমিন গৌরনদীর গেরাকুল গ্রামের কামাল সরদারের পুত্র। সে তার নানা মালেক ফকিরের শিকারপুর গ্রামের বাড়িতে থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করত। কুষ্টিয়ায় আরোহী নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার নাম সাইফুল ইসলাম (৩৫)। রবিবার সকালে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা গ্রামের ইবাদতের ছেলে। পুলিশ জানায়, রবিবার সকালে সাইফুল মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়া শহরে আসছিলেন। চৌড়হাস এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নওগাঁয় বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শনিবার সন্ধ্যায় পতœীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি পতœীতলা আদর্শ গ্রামের বাসিন্দা।এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইকেলযোগে নজিপুর বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় নজিপুর-সাপাহার সড়কে সাপাহারগামী বাস তাকে ধাক্কা দিলে সে বাসের নিচে পড়ে যায়।এসময় স্থানীয়রা তাৎক্ষণিক সিরাজুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পীরগঞ্জে মোটরসাইকেল আরোহী সংবাদদাতা পীরগঞ্জ ঠাকুরগাঁও থেকে জানান, রবিবার সকালে পীরগঞ্জ উপজেলার পূর্ব পার্শ্বে ফুটকীবাড়ীতে ট্রাকের চাপায় হেলাল উদ্দীন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।হেলাল উদ্দীন পীরগঞ্জ ও বীরগঞ্জ মহাসড়কের ফুটকীবাড়ীতে পৌঁছা মাত্রই একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×