ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ বন্ধে মন্ত্রীর আলটিমেটাম

প্রকাশিত: ০৫:৩৩, ৯ অক্টোবর ২০১৭

সাব রেজিস্ট্রি অফিসে ঘুষ বন্ধে মন্ত্রীর আলটিমেটাম

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ সদর সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা ও সংঘবদ্ধ চক্রের প্রকাশ্যে ঘুষ দুর্নীতি বন্ধ না হলে জেলা আইনশৃঙ্খলা কমিটির আগামী মাসের নিয়মিত মাসিক সভায় যোগ দেবেন না ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় ধর্মমন্ত্রী ক্ষোভের সঙ্গে এই আলটিমেটাম দেন। জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সভায় জানান, জেলার সদর সাব রেজিস্ট্রি অফিসে পাঁচ টাকার কাজে পাঁচ হাজার টাকা ঘুষ গুনতে হয়। দলিল রেজিস্ট্রি করতে আসা লোকজন প্রতিনিয়ত এই সাব রেজিস্ট্রি অফিসে হয়রানির শিকার হলেও প্রতিকার মিলছে না। সদর সাব রেজিস্ট্রি অফিসকে ঘুষের হাটের সঙ্গে তুলনা করে ধর্মমন্ত্রী এ সময় আরও বলেন, এই অফিসের ঘুষ বন্ধ করতে হবে। জেলা প্রশাসক খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত রবিবারের এই সভায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক খলিলুর রহমান সভায় সাব রেজিস্ট্রি অফিসের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন। ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম সভায় জানান, সদর সাব রেজিস্ট্রি অফিসের ঘুষ দুর্নীতি ওপেন সিক্রেট। স্থানীয় সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র এটি নিয়ন্ত্রণ করছে।
×