ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিকতায় সঠিক তথ্যের সঙ্গে কখনও আপোস করা যাবে না ॥ স্বদেশ রায়

প্রকাশিত: ০৪:৫৭, ৯ অক্টোবর ২০১৭

সাংবাদিকতায় সঠিক তথ্যের সঙ্গে কখনও আপোস করা যাবে না ॥  স্বদেশ রায়

বাকৃবি সংবাদদাতা ॥ একুশে পদক প্রাপ্ত দেশের বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় বলেছেন, ‘সাংবাদিকতায় সঠিক তথ্যের সঙ্গে কখনও আপোস করা যাবে না। সংবাদের তথ্য সংগ্রহের সময় একজন সাংবাদিকের উপর জীবননাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ঝুঁকি আসতে পারে। এসব মাথায় নিয়েই সাংবাদিকতায় আসতে হবে’। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সপ্তাহব্যাপী ‘ক্রাইম রিপোর্টিং এন্ড ফটোজার্নালিজম’ শীর্ষক সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের অপরাধগুলো খুব বড় হয়ে গেছে। সাংস্কৃতিক, রাজনীতিক, অর্থনৈতিক ও সিভিলাইজেশনের ক্ষেত্রে এই বড় বড় অপরাধ সংঘটিত হচ্ছে। যার ফলে অনেক সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক এ কে এম রফিকুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় এবং সমকালের উপ-সম্পাদক অজয় দাসগুপ্ত। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে সপ্তাহব্যাপী ওই প্রশিক্ষণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট। এতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার ১৯ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
×