ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মিঠামইনে মতবিনিময়

মানুষের আস্থা অর্জন করে জনকল্যাণে কাজ করুন ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৪:৪৮, ৯ অক্টোবর ২০১৭

মানুষের আস্থা অর্জন করে জনকল্যাণে কাজ করুন ॥ রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৮ অক্টোবর ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গিয়ে অনেকে নিজেকে বেশ ক্ষমতাবান ভাবেন। অথচ জনপ্রতিনিধি হয়ে কখনও নিজেকে ক্ষমতাবান দেখানো উচিত নয়। নিজেকে সাধারণ ভাবতে হবে। ভাল কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করে নিজেকে জনকল্যাণে নিবেদিত করতে হবে। আর দলমত নির্বিশেষে স্থানীয় প্রতিনিধিরা ঐক্যবদ্ধ থাকলে এলাকাগুলো ‘শান্তির নীড়’ হিসেবে প্রতিষ্ঠা পাবে। তিনি রবিবার বিকেলে চার দিনের সরকারী সফরে প্রথমদিন নিজ জন্মভূমি জেলার হাওড় অধ্যুষিত মিঠামইন উপজেলার জেলা পরিষদের আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। হাওড়াঞ্চলের জীবনমান উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ৬০ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনাদের ভোটে আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এ সময়ের মধ্যে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলার যোগাযোগ ব্যবস্থায় উন্নীতকরণসহ সার্বিক উন্নয়নে কাজ করেছি। এখনও এ অঞ্চলের জীবনমান উন্নয়ন বাস্তবায়নের অনেক কাজ চলছে। তিনি আক্ষেপ করে বলেন, জনপ্রতিনিধিরা নির্বাচনের আগের ও পরের চরিত্র পাল্টে ফেলেন। এ সময় তিনি হাওড়াঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারীকরণ উল্লেখ করে প্রতিযোগিতার যুগে শিক্ষার্থীদের টিকে থাকতে ভাল করে পড়াশোনার জন্য অভিভাবকদের সন্তানের প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান। মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব কর্নেল ইফতেখারুল আলম, প্রেসসচিব জয়নাল আবেদীন, ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব উল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খানসহ সরকারের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা। ৪ দিনের সফরের শুরুতেই রবিবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বিকেল ৩টায় মিঠামইনের হেলিপ্যাডে অবতরণের পর নতুন ডাকবাংলোয় উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর তিনি নিজ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় শেষে বিকেল পৌনে ৫টার দিকে ট্রলারে করে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এই সফরে রাষ্ট্রপতি জেলার বাজিতপুর, কিশোরগঞ্জ সদর ও কটিয়াদী উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে বুধবার বিকেলে শহরের বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন।
×