ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৫:৫৫, ৮ অক্টোবর ২০১৭

বিসিএস কর্নার

১. বাংলাদেশের সর্ববৃহৎ সার কারখানা কোনটি? (ক) জিয়া সার কারখানা, আশুগঞ্জ (খ) ঘোড়াশাল সার কারখানা (গ) ফেঞ্চুগঞ্জ সার কারখানা (ঘ) যমুনা সার কারখানা, তারাকান্দি। ২। পূর্ব বাংলার নাম ‘পূর্ব পাকিস্তান’ করা হয় কবে? (ক) ২০ মার্চ ১৯৪৮ (খ) ২৩ মার্চ ১৯৫৬ (গ) ২৫ মার্চ ১৯৪৭ (ঘ) ২৬ মার্চ ১৯৭০। ৩। বাংলার আদি অধিবাসী কারা? (ক) আর্য (খ) মোঙ্গলীয় (গ) দ্রাবিড় (ঘ) অস্ট্রিক। ৪। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? (ক) নেপাল (খ) ভুটান (গ) রাশিয়া (ঘ) মালদ্বীপ। ৫। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়? (ক) ১২ নভেম্বর, ১৯৯৭ (খ) ২ ডিসেম্বর, ১৯৯৭ (গ) ১২ ডিসেম্বর, ১৯৯৭ (ঘ) ২৫ ডিসেম্বর, ১৯৯৭ ৬। শহীদ বুদ্ধজীবী দিবস কবে পালন করা হয়? (ক) ১২ ডিসেম্বর (খ) ১৪ ডিসেম্বর (গ) ১৬ ডিসেম্বর (ঘ) ১২ নভেম্বর। ৭। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? (ক) লক্ষণ সেন (খ) বিজয় সেন (গ) হেমন্ত সেন (ঘ) বল্লাল সেন। ৮। কোন খলিফার আমলে হিজরি সাল গণনা আরম্ভ হয়? (ক) হযরত আবু বকর সিদ্দিক(রাঃ) (খ) হযরত ওমর (রাঃ) (গ) হযরত আলী (রাঃ) (ঘ) হযরত ওসমান (রাঃ) ৯।বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? (ক) ১৭ বছর (খ) ১৮ বছর (গ) ২০ বছর (ঘ) ২২ বছর। ১০। কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাস হয়? (ক) ১৫৫৬ সালে (খ) ১৭৫৭ সালে (গ) ১৮২৯ সালে (ঘ) ১৮৩৪ সালে। ১১। আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত? (ক) তিউনিসে (খ) রিয়াদে (গ) রাবাতে (ঘ) কায়রোতে। ১২। বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? (ক) নাউরু (খ) ভ্যাটিকান (গ) মোনাকো (ঘ) টুভ্যালু। ১৩। ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? (ক) রিয়াদ (খ) জেদ্দা (গ) কায়রো (ঘ) দুবাই। ১৪। সার্কভূক্ত দেশগুলোর মধ্যে মাথাপিছু আয় সবচাইতে বেশি কোন দেশের? (ক) মালদ্বীপ (খ) ভারত (গ) পাকিস্তান (ঘ) শ্রীলংকা। ১৫। একদিনের ক্রিকেট ম্যাচে ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী কে? (ক) শচীন টেন্ডুলকার (খ) সাঈদ আনোয়ার (গ) বিরেন্দর সেবাগ (ঘ) রহিত শর্মা ১৬। মরমী কবি কাকে বলা হয়? (ক) হাসন রাজা (খ) আলাউদ্দিন খাঁ (গ) সুলতান মিয়াজী (ঘ) ঈসা খাঁ। উত্তর ১. ঘ ২. খ ৩. গ ৪. খ ৫. খ ৬. খ ৭. ক ৮. খ ৯. খ. ১০. গ ১১. ঘ ১২. খ ১৩. খ ১৪. ক. ১৫. ঘ ১৬.ক।
×