ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শিশুসন্তানকে বাঁচাতে দরিদ্র পিতার আকুতি

প্রকাশিত: ০৩:১২, ৮ অক্টোবর ২০১৭

শিশুসন্তানকে বাঁচাতে দরিদ্র পিতার আকুতি

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৭ অক্টোবর ॥ শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের ৯ মাসের শিশু আলিফ হাইড্রোসেফালিস নামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। শিশুর বাবা রাজমিস্ত্রি সাদ্দাম হোসেন জানান, জন্মের পর থেকেই তার সন্তান অস্বাভাবিক বড় মাথা নিয়ে জন্ম গ্রহণ করে। তিনি বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতলে শিশুসন্তানের চিকিৎসা করান। চিকিৎসারা বলেন, রোগটি হাইড্রোসেফালিস বা মাথায় পানি সঞ্চয়জনিত রোগ। সঠিক সময়ে শিশুটির মাথায় অস্ত্রোপচার করলে সে সুস্থ হয়ে উঠবে। তবে তাকে এই চিকিৎসার জন্য ঢাকায় বড় কোন হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে হবে। এর জন্য কয়েক লাখ টাকা খরচ লাগতে পারে। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়ভার বহন করা সম্ভব নয়। শিশুটির দিনমজুর পিতা সবার সাহায্য প্রার্থনা করছেন।
×