ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৭, ৭ অক্টোবর ২০১৭

সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৬ অক্টোবর ॥ হরিণাকুন্ডুতে সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুস সাত্তার (৪৫)। শুক্রবার বিকেলে হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের কবরস্থানে সাপ ধরতে গেলে তাকে ছোবল দেয়। জানা গেছে, শুক্রবার বিকেলে চটকাবাড়িয়া গ্রামের ময়দান (কবরস্থানে) সাপ ধরতে যায় আব্দুস সাত্তার। সে সময় তাকে সাপে ছোবল দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হরিণাকু-ু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিনুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন। সাপুড়ে আব্দুস সাত্তার হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের খোকা আলী মন্ডলের ছেলে। উল্লেখ্য, আব্দুস সাত্তার সাপ ধরে বিভিন্ন স্থানে সাপের খেলা দেখিয়ে বেড়াতেন। থানায় হাজির অপহৃত যুবক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর জিন্দাবাজার থেকে অপহৃত ফারুক আহমদ বৃহস্পতিবার রাতেই অপহরণকারীদের কবল থেকে রক্ষা পেয়েছেন। ফারুক আহমদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অপহণকারীরা ফারুকের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা নিয়ে গেছে এবং একটি ব্লাঙ্ক চেকে স্বাক্ষর নিয়েছে। অপহরণকারীদের চিনতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন ফারুক। বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর জিন্দাবাজারের জল্লারপাড় সড়ক থেকে একদল যুবক সিএনজিচালিত অটোরিকশায় করে প্রকাশ্যে তুলে নিয়ে যায় ফারুক আহমদকে। রাতে ফারুক একা কোতোয়ালি থানায় এসে হাজির হন।
×