ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ॥ এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৪:৩৫, ৭ অক্টোবর ২০১৭

সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ॥ এ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, প্রধান বিচারপতি এসকে সিনহা ঢাকেরশ্বরী মন্দিরে গিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ান এ্যাম্বেসিতে গিয়েছেন, এর পরেও যারা প্রধান বিচারপতিকে গৃহবন্দীসহ নানান কথা বলে বক্তব্য রাখছেন, তারা যে কত বড় মিথ্যাচার করছেন, মিথ্যাচারের সীমা থাকা দরকার, সীমাহীন মিথ্যাচার করছেন তারা। তিনি শুক্রবার লৌহজংয়ের ঘোড়াদৌড় বাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে এলাকাবাসী, মুসল্লি ও সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব কথা বলেন। তিনি আরও বলেন কোন ব্যক্তি বা গোষ্ঠী নয়, মানুষের কল্যাণেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তাই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে আরেকটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মাথা উঁচু করে আরেকবার জানান দিল আমরা বীরের জাতি। আমরা কোন কিছুতে ভয় পাই না। এমনকি হারও মানি না। তাই রোহিঙ্গাদের পুনর্বাসন করতে সব রকম ব্যবস্থা নেবে সরকার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল আলম ফুকু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহাম্মেদ মোড়ল, কনকসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আসাদ্দুজ্জামান রচি, মোঃ রাশেদুল হক মুন্না প্রমুখ। দেশের উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে ॥ নৌমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৬ অক্টোবর ॥ প্রধান বিচারপতির ছুটি নিয়ে শান্তিপূর্ণ অবস্থাকে অশান্তিতে পরিণত করছে বিএনপি। বিচারপতি ও সরকারের বিরোধকে কেন্দ্র করে পাকিস্তানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের প্রধান বিচারপতির ছুটি নিয়ে সেই পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি। তারা এখন আর আন্দোলনের কোন ইস্যু খুঁজে পাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতায় দেশে যে উন্নয়ন কর্মকা- চলছে তা দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। সারাবিশ্ব যখন শেখ হাসিনার মানবিকতা ও রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসায় পঞ্চমুখ তখন বিএনপি তার বিষোদগারে ব্যস্ত। প্রধান বিচারপতি অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন এটা তো দিনের আলোর মতো সত্য। তার ছুটির আবেদন দেশের মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত হয়েছে। সুতরাং, এটা নিয়ে রাজনীতি করার কোন অবকাশ নেই। শুক্রবার সকালে মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, বাসস জেলা প্রতিনিধি কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বধ্যভূমিতে শহীদ স্মৃতিফলক উন্মোচন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে খুলনার খানজাহান আলী থানার বাদামতলায় পুলিশ ট্রেনিং সেন্টারের (নসু খানের ইটভাঁটি) বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতিফলক শুক্রবার বিকেলে উন্মোচন করা হয়েছে। খুলনায় প্রতিষ্ঠিত ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ জাদুঘর ট্রাস্টের অধীনে সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে স্থাপিত ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র’র প্রকল্প গণহত্যা-বধ্যভূমির স্থান চিহ্নিতকরণ ও সংরক্ষণের ধারাবাহিকতায় এই স্মৃতিফলক নির্মাণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। সম্মানিত অতিথি ছিলেন ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ জাদুঘর ট্রাস্টের সভাপতি ও গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালক ‘বঙ্গবন্ধু অধ্যাপক’ ড. মুনতাসীর মামুন। বক্তব্য রাখেন ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ জাদুঘর ট্রাস্টের সম্পাদক ডাঃ শেখ বাহারুল আলম, মুক্তিযোদ্ধা স ম রেজোয়ান আলী ও আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী। উল্লেখ্য, গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে মুক্তিযুদ্ধ চলাকালে সৃষ্ট বধ্যভূমিতে একই ডিজাইনে স্মৃতিফলক নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় খুলনায় নির্মাণ কাজ শেষে এ পর্যন্ত খালিশপুরের প্লাটিনাম জুবিলী জুটমিল, তেরখাদা উপজেলার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বর, নগরীর দৌলতপুর পোস্ট অফিসের সামনে ও পুলিশ ট্রেনিং সেন্টার এলাকায় স্মৃতিফলক উন্মাচন করা হয়েছে। চলমান রয়েছে খালিশপুরের নিউজপ্রিন্ট মিল, ডুমুরিয়া উপজেলার দাসপাড়া ও শাহাপুর-আন্দুলিয়া গণহত্যাস্থলের নির্মাণ কাজ।
×