ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে পুলিশের গুলি

প্রকাশিত: ০৫:১৪, ৫ অক্টোবর ২০১৭

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে পুলিশের গুলি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে পুলিশকে গুলি চালাতে হয়েছে। গুলিতে আহত হয়েছে দুই মাদক ব্যবসায়ী। মঙ্গলবার রাত দুইটার দিকে নামা শ্যামপুর বিশ ফুট রাস্তার মাথায় ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকাটিতে দীর্ঘদিন ধরেই মাদকের ব্যবসা চলছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান শুরু করে। অভিযানকালে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর দূর থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলে পড়ে। এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। গুলিতে নোমান (২৭) ও শাহজালাল (২০) নামের দুইজনের পায়ে গুলিবিদ্ধ হয়। রাত তিনটার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। তারা আশঙ্কামুক্ত। আহতরা মাদক ব্যবসায়ী বলে কদমতলী থানা পুলিশ জানায়। আহত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৪ হাজার হেরোইনের পুরিয়া উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২টি চাকু, ২টি চাপাতি ও ৭টি অবিস্ফোরিত হাতবোমা।
×