ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মস্কো সফরে সৌদি বাদশা সালমান

প্রকাশিত: ০৫:১২, ৫ অক্টোবর ২০১৭

মস্কো সফরে  সৌদি বাদশা সালমান

প্রথমবারের মতো মস্কো সফরে গেলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সউদ। তার এই সফরকালে বৃহস্পতিবার বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রফতানিকারী দুই দেশ, সৌদি আরব ও রাশিয়ার মধ্যে জ্বালানি তেলের উৎপাদন এবং সিরিয়া ও ইরান বিষয়ে দুদেশের মতপার্থক্য নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বাদশাহ সালমানের এই সফরে তরল প্রাকৃতিক গ্যাস প্রকল্প এবং পেট্রোকেমিক্যাল প্ল্যান্টসহ অনেকগুলো বিনিয়োগ চুক্তি হতে পারে এবং জ্বালানি প্রকল্পগুলোতে একশত কোটি ডলার বিনিয়োগের বিষয়টিও চূড়ান্ত হতে পারে। সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন সালমান। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য পড়ে যাওয়া রোধ করার প্রয়োজন থেকেই সৌদি আরব ও রাশিয়া পরস্পরের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে শুরু করে। এখন সেই সম্পর্ক দ্রুত গভীর হয়ে উঠছে বলে সালমানের সফরে প্রতিফলিত হচ্ছে। দুটি দেশই ২০১৮ সালের মার্চের শেষ পর্যন্ত তেলের উৎপাদন হ্রাস করার বিষয়ে ওপেক ও অন্যান্য দেশের সঙ্গে চুক্তি সম্পাদনে সহায়তা করেছে, কিন্তু উভয়েই সিরিয়ার গৃহযুদ্ধে পরস্পরবিরোধী পক্ষকে সমর্থন দিয়ে যাচ্ছে। সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে মাঠে নেমেছে রাশিয়ার সেনা ও ইরানী বেসামরিক বাহিনীগুলো, অপরদিকে সৌদি আরব আসাদের বিরুদ্ধে লড়াইয়ে থাকা বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে। -ওয়েবসাইট
×