ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সুচির ‘ফ্রিডম অব অক্সফোর্ড’ খেতাব কেড়ে নেয়া হচ্ছে

প্রকাশিত: ০৭:৪৮, ৪ অক্টোবর ২০১৭

সুচির ‘ফ্রিডম অব অক্সফোর্ড’ খেতাব কেড়ে নেয়া হচ্ছে

জনকণ্ঠ ডেস্ক ॥ রাখাইন সঙ্কটে নীরব থাকা মিয়ানমারের স্টেট কাউন্সিলর আউং সান সুচির ফ্রিডম অব অক্সফোর্ড খেতাব কেড়ে নেয়ার পক্ষে রায় দিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড সিটি কাউন্সিল। তৎকালীন জান্তা শাসিত মিয়ানমারে গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি হিসেবে ১৯৯৭ সালে সুচি এই খেতাব পান। খবর অক্সফোর্ড মেইল অনলাইনের। অক্সফোর্ড সিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, সুচি তার বর্তমান ভূমিকার জন্য এই খেতাবের উপযুক্ত নন। রাখাইনে চলমান সহিংসতায় প্রায় ছয় লাখ রোহিঙ্গা মুসলিম পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত ২৫ আগস্ট মিয়ানমারের পুলিশ পোস্টে রোহিঙ্গা জঙ্গীদের হামলার পর এই ঘটনার সূত্রপাত। অক্সফোর্ড সিটি কাউন্সিলের নেতা বব প্রাইস বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে সুচির এই খেতাব কেড়ে নেয়ার সিদ্ধান্ত সঠিক। অক্সফোর্ড শহরের সঙ্গে নোবেল জয়ী সুচির নাম জড়িয়ে আছে। কারণ এই শহরে তিনি পড়াশুনা করেন। পরে তিনি তার শিক্ষাবিদ স্বামীর সঙ্গে এই শহরেই থাকতেন।
×