ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট সমাধানে সরকার ব্যর্থ হচ্ছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:২২, ৩ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা সঙ্কট সমাধানে সরকার ব্যর্থ হচ্ছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গাদের ফেরত নিতে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে জয়েন ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত একটি অনিশ্চিত প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জয়েন ওয়ার্কিং গ্রুপ’ গঠন রোহিঙ্গা প্রত্যাবাসনকে দীর্ঘসূত্রতার দিকে ঠেলে দিয়েছে। এর মাধ্যমে প্রমাণ হচ্ছে অতিদ্রুত রোহিঙ্গা সঙ্কটের সমাধান করতে সরকার ব্যর্থ হচ্ছে উল্লেখ করেন তিনি। সোমবার রাজধানীর সেগুনবাগিচার কচিকাঁচার মেলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রোহিঙ্গা নির্যাতনের প্রামাণ্য চিত্র ও ভিডিও প্রদর্শনী শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ও অভিনেতা আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বলের ব্যবস্থাপনায় ভিন্নধর্মী এই অনুষ্ঠানে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দুর্দশার চিত্র তুলে ধরা হয়। রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি জাতীয় কনভেশন ডাকুন, সকল দলের প্রতিনিধিদের সমন্বয়ে বিদেশে টিম পাঠান। যাতে আমরা এ বিষয়টি কনভিন্স করতে পারি। বুঝাতে পারি। সমস্যাটি কী হয়েছে। তিনি আরও বলেন, আমরা বারবার বলছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত, চীন ও রাশিয়ায় সফর করা উচিত। তা নাহলে অন্তত সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রীদের যাওয়া উচিত। দেশের অবস্থা বুঝানো উচিত। দুর্ভাগ্য, এ কাজগুলো এখনও করেনি সরকার উল্লেখ করেন। বলেন, অনেক ক্ষতি হয়ে গেছে। লাখ লাখ মানুষ অসহায় হয়ে গেছে। হাজার হাজার মানুষের প্রাণ চলে গেছে। হাজার হাজার শিশু তাদের অধিকার ফিরে পাচ্ছে না। আসুন মিয়ানমারকে বাধ্য করি তাদের ফিরিয়ে নিতে। অনুষ্ঠানে জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খান, সহসভাপতি মনিরুজ্জামান মুনির, শায়ররুল কবির খান, মীর সানাউল হক, জাহাঙ্গীর আলম রিপন, শায়রিয়ার ইসলাম শায়লা, হাসান চৌধুরী, জাকির হোসেন রোকন, চৌধুরী আহজার আলী বিএনপি মহাসচিবকে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখান। অনুষ্ঠানে রোহিঙ্গাদের নিয়ে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘ওরা এখন মানুষ নয়, শুধুই রোহিঙ্গা’ গানটি পরিবেশন করা হয়। এছাড়াও গাজী মাজহারুল আনোয়ারের লেখা কবিতা ‘অবাক হয়ে ভাবি’ পড়ে শোনান বিএনপি মহাসচিব।
×