ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাবনায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ ৫ যাত্রী অক্ষত

প্রকাশিত: ০৪:১৮, ৩ অক্টোবর ২০১৭

পাবনায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলটসহ ৫ যাত্রী অক্ষত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২ অক্টোবর ॥ জেলার চাটমোহর সদরের পল্লিবিদ্যুতের সামনের ধানের খোলায় যাত্রীবাহী হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে জরুরী অবতরণ করার সময় আগুন ধরে যায় । এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় হেলিকপ্টারটি লেজের অংশ ও পাখা দুমড়েমুচড়ে যায়। পাইলটসহ পাঁচ যাত্রী নিরাপদে হেলিকপ্টার থেকে বেরিয়ে আসতে সমর্থ হয়। এ পাঁচজন আহত হলেও তেমন গুরুতর নয়। রবিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। জানা যায়, বিকেল ৫টার দিকে পল্লিবিদ্যুতের সামনে রেজাউল করিম বাবুর ধানের খোলায় আকস্মিক স্কয়ার এআর লিমিটেডের (আর ৩৬ টারবাইন) হেলিকপ্টারটি জরুরী অবতরণকালে দুর্ঘটনায় পড়ে। এসময় হেলিকপ্টারে আগুন ধরে গেলে ধানের খোলার মোটরের পানি দিয়ে এলাকাবাসী আগুন নেভায়। পাইলটসহ ৫ যাত্রী নিরাপদে হেলিকপ্টার থেকে বেরিয়ে আসে। নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান যশোর জেলে স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ দুর্নীতি মামলায় কারাদ-প্রাপ্ত নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে তিনি যশোরের স্পেশাল জেলা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক নিতাইচন্দ্র সাহা এ আদেশ দেন এবং বিকেলে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন। গত ২৬ সেপ্টেম্বর নড়াইলের রূপগঞ্জ পশুহাট ইজারাসংক্রান্ত দুর্নীতি মামলায় যশোরের স্পেশাল জেলা জজ আদালত সোহরাব হোসেনসহ সাত আসামির প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদ- ও আত্মসাতকৃত টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদ-ের নির্দেশ দেন। দ-প্রাপ্ত অন্যরা হলেন নড়াইল পৌরসভার বর্তমান মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, তৎকালীন কমিশনার শরফুল আলম লিটু, মুশফিকুর রহমান, আহম্মদ আলী খান, রফিকুল ইসলাম ও তেলায়েত হোসেন। সান্তাহারে ৬ কোটি টাকার সার লোপাট ॥ দুদকের মামলা নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২ অক্টোবর ॥ সান্তাহারের সারের বাফার গুদামের প্রায় ছয় কোটি টাকা মূল্যের প্রায় চর লাখ মেট্রিক টন ইউরিয়া সার কালোবাজারে বিক্রি করে আত্মসাতের অভিযোগে সোমবার বিসিআইসির দুই সাবেক কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন সম্মিলিত কার্যালয় বগুড়ার উপ-পরিচালক আমিনুল ইসলাম। জানা গেছে, বিসিআইসির (বাংলাদেশ কেমিক্যাল কর্পোরেশন) যান্ত্রিক বিভাগের উপ-প্রধান প্রকৌশলী এবং সান্তাহার বাফার স্টক গুদামের সাবেক ইনচার্জ নবির উদ্দিন খান ও সার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সাউথ ডেল্টা শিপিং এ্যান্ড ট্রেনিং গ্লোবের নির্বাহী পরিচালক মশিউর রহমান এবং সান্তাহার বাফার স্টক গুদামের সাবেক সহকারী হিসাব কর্মকর্তা মাসুদুর রহমান যোগসাজশ করে ১৪ ফেব্রুয়ারি ২০১৬ থেকে ১৪ নবেম্বর ২০১৬ তারিখের মধ্যে তিন লাখ ৮৮ হাজার ৯৫৫ মেট্রিক টন ইউরিয়া সার কাগজ-কলমে গ্রহণ ও হস্তান্তর দেখিয়ে কালোবাজারে বিক্রি করে।
×