ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম দিনে আমরা নেটওয়ার্কের দর বাড়ল ২৫৯ শতাংশ

প্রকাশিত: ০৪:০৭, ৩ অক্টোবর ২০১৭

প্রথম দিনে আমরা নেটওয়ার্কের দর বাড়ল ২৫৯ শতাংশ

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেডের লেনদেনের প্রথম দিনেই দর বেড়েছে ১০১ টাকা বা ২৫৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৪০ টাকা দরে। ডিএসইর তথ্য অনুযায়ী, আমরা নেটওয়ার্ক ১৪০ টাকা দরে ডিএসইতে লেনদেন শুরু করে। কোম্পানিটির এ্যাডজাস্টেড ওপেনিং প্রাইজ ছিল ৩৯ টাকা। এদিন শেয়ারটির দর ৮১ টাকা ১০ পয়সা থেকে ১৫০ টাকা পর্যন্ত উঠানামা করে। লেনদেনের প্রথম দিনে কোম্পানিটি ২৯ হাজার ৩১৬ বারে ৫৬ লাখ ৯৩ হাজার ৫৯৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৭০ কোটি ৪৬ লাখ টাকা। আমরা নেটের অনুমোদিত মূলধন রয়েছে ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৫৩ কোটি ৪ লাখ টাকা। পুঁজিবাজারে কোম্পানিটির মোট ৫ কোটি ৩০ লাখ ৪১ হাজার ২০৯টি শেয়ার রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার ন্যাশনাল লাইফের বোনাস বিওতে জমা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি এ্যাকাউন্ট বা বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার এ কোম্পানির লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×