ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জামায়াতের ৮ নেতা রিমান্ডে

প্রকাশিত: ০৭:৫৬, ১ অক্টোবর ২০১৭

জামায়াতের ৮ নেতা রিমান্ডে

রাজধানীর কদমতলীর ধোলাইরপাড় থেকে শুক্রবার রাতে আটক জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলসহ ৮ নেতার বিরুদ্ধে দুই মামলায় প্রত্যেকের তিন দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। খবর বাসসর। কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাজু মিয়া বাসসকে জানান, শুনানি শেষে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ১১ নম্বর আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুদ ৮ জনকে দুটি মামলায় পৃথকভাবে ৩ দিন করে মোট ৬ দিন রিমান্ড মঞ্জুর করেন। তিনি জানান, আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করে কদমতলী থানা পুলিশ। প্রত্যেক মামলায় পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। উল্লেখ্য, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে ধোলাইরপাড় এলাকার কফিল উদ্দিন পেট্রোল পাম্পের পেছনে জালালাবাদ টিন ফ্যাক্টরির পাশের একটি বাড়িতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় সেখান থেকে ককটেল, জিহাদী বই, চাপাতি ও চাকু উদ্ধার করা হয়।
×