ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সকল সহিংসতা বন্ধ করতে হবে ॥ ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ০৪:৫০, ১ অক্টোবর ২০১৭

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সকল সহিংসতা বন্ধ করতে হবে ॥ ওয়ার্কার্স পার্টি

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযানসহ রোহিঙ্গাদের ওপর সকল সহিংসতা বন্ধ করতে হবে। শনিবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর বাসসর। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে পেশ করা পাঁচ দফা সুপারিশের প্রতি সমর্থন জানিয়ে বলা হয়, কোফি আনান কমিশনের সুপারিশেও একই কথা প্রতিফলিত হয়েছে। মিয়ানমার সরকার কোফি আনান সুপারিশ বাস্তবায়নের জন্য কমিটি গঠন করলেও তা একান্তই লোক দেখানো ও বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার প্রচেষ্টা মাত্র। বিবৃতিতে বলা হয়, মিয়ানমার থেকে রোহিঙ্গা বিতাড়নের জন্য সেখানে সংঘটিত সহিংস আক্রমণকে দায়ী করা কেবল একদেশদর্শী মন্তব্য নয়, বরং রোহিঙ্গাদের ওপর পরিচালিত গণহত্যাকে ন্যায্যতা প্রদানের শামিল। সেখানে একটি নিরাপত্তা পরিবেশ ফিরিয়ে এনে সকল রোহিঙ্গাকে নিজ বাসভূমিতে ফিরিয়ে নেয়া, তাদের নাগরিকত্বসহ সকল প্রকার অধিকারের নিশ্চয়তা প্রদানে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
×