ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির মর্যাদা সমুন্নত রাখতে রাষ্ট্রপতির আহবান

প্রকাশিত: ০৭:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০১৭

ঢাবির মর্যাদা সমুন্নত রাখতে রাষ্ট্রপতির আহবান

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার সার্বিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি এর ভাবমূর্তি ও মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসর। ঢাবির নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোঃ আখতারুজ্জামান বৃহস্পতিবার বঙ্গ ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সকল পর্যায়ে নিয়ম-কানুন মেনে চলা হচ্ছে। সাক্ষাত শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন। আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে চমৎকার ফলাফলসহ শিক্ষার ক্ষেত্রে দেশের সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন এবং ঢাবি কর্তৃপক্ষের প্রতি এর পরিবেশের ওপর বিশেষ জোর দেয়ার নির্দেশনা প্রদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রীতিনীতি ও মর্যাদা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ঢাবির ভিসি রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
×