ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বাড়তি ভাড়া আদায়

রাজশাহীতে ট্রাভেলসের বিরুদ্ধে নালিশ

প্রকাশিত: ০৪:০৯, ২৯ সেপ্টেম্বর ২০১৭

রাজশাহীতে ট্রাভেলসের বিরুদ্ধে নালিশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বিলাসবহুল ন্যাশনাল ট্রাভেলসের বিরুদ্ধে যাত্রীসেবার নামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। শুধু অতিরিক্ত ভাড়া থেকেই লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এ অবস্থায় জনস্বার্থে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের কাছে নালিশ ঠুকেছেন চৌধুরী মশিউর রহমান নোমান নামের এক যাত্রী। এ নিয়ে অভিযোগ গঠনের পর শুনানিও শুরু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর রাজশাহীর জেলা কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গত ৭ আগস্ট উভয়পক্ষের উপস্থিতিতে প্রথম শুনানি অনুষ্ঠিত হলেও বৃহস্পতিবার বিবাদীপক্ষের অনুপস্থিতিতেই শুনানি অনুষ্ঠিত হয়েছে বলে জানান চৌধুরী মশিউর রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী চৌধুরী মশিউর রহমান নোমান গত ৪ জুলাই ন্যাশনাল ট্রাভেলসের (কোচ নম্বর ৮০৩) যাত্রী হয়ে রাজশাহী থেকে ঢাকা যান। তার কাছ থেকে সরকারী নীতিবহির্ভূতভাবে ভাড়া নেয়া হয় এক হাজার ৩শ’ টাকা। এ ঘটনায় টিকেটে থাকা সেলফোনে (০১৭৯২৩০৪০৩৯) অভিযোগ করলে জানানো হয়, বাস মালিক সিন্ডিকেটের সিদ্ধান্তে আসনপ্রতি ওই অর্থ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় জনস্বার্থে ব্যবসায়ী নোমান গত ১৩ জুলাই জাতীয় ভোক্তা সংরক্ষণ আইনের ধারা ২০-এর ৪ নম্বর উপধারায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি উল্লেখ করেন, সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ন্যাশনাল ট্রাভেলস কর্তৃপক্ষ প্রতিনিয়তই লাখ লাখ টাকা সাধারণ যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। চৌধুরী নোমান বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘প্রথম দিনের শুনানির পর থেকেই তিনি হুমকির মুখে রয়েছেন। অভিযোগ নিষ্পত্তির জন্য বিবাদীকে শুনানিকালে বিচারক জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর রাজশাহীর সহকারী পরিচালক অপূর্ব অধিকারী যুক্তি উপস্থাপনের আহ্বান জানালেও বিবাদীপক্ষ সেখানেই বাদীকে অভিযোগ তুলে নেয়ার হুমকি দেয়। নোমান জানান, বিবাদীদের হুমকির কারণে পরবর্তী শুনানিতে তার নিরাপত্তার দাবি জানিয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের স্থানীয় উপপরিচালক বরাবর লিখিতভাবে অবহিত করেন।
×