ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত

প্রকাশিত: ০৬:০১, ২৮ সেপ্টেম্বর ২০১৭

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে ট্রাকের ধাক্কায় বাবু শেখ নামে এক ঠিকাদার নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর নওদাপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাবু শেখ নগরীর শিরোইল কলোনির বাসিন্দা। তিনি রেলওয়ের ঠিকাদার ছিলেন। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ জানান, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক ঠিকাদার বাবুকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীরা উদ্ধার করে তাকে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাটোরে সাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (১৬) নামে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। বুধবার উপজেলার কাছিকাটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন একই গ্রামের আব্দুল রশিদের ছেলে। পরে পুলিশ ট্রাকটি উদ্ধার করে এবং ট্রাকের চালক মহসিনকে আটক করে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ও স্থানীয়রা জানান, ফারুক হোসেন বাইসাইকেলযোগে কাছিকাটা থেকে চাঁচকৈড় বাজারে যাচ্ছিল। এ সময় চাঁচকৈড়গামী মাল বোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে তাকে ধাক্কা দিলে সে গুরুতর জখম হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আশঙ্কাজনক অবস্থায় ফারুক হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। যশোরে ভ্যানচালক স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, মণিরামপুরে মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে দশটার দিকে যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের জালঝাড়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মুজাফ্ফার হোসেন (৪০)। তিনি যশোর সদর উপজেলার কুয়াদা সিরাজসিংহ গ্রামের বাসিন্দা। আহতরা হলেন সিরাজসিংহ গ্রামের মুজাফ্ফার হোসেনের ছেলে আকাশ, ওই গ্রামের আব্দুল লতিফের স্ত্রী জুলেখা বেগম, মণিরামপুরের মুন্সিখানপুর গ্রামের রজব আলীর ছেলে বাবর আলী এবং ফতেয়াবাদ গ্রামের জাহানারা বেগম। আহতদের মধ্যে রজব আলী ভ্যানচালক, বাকিরা যাত্রী। এদের মধ্যে আকাশ ও জুলেখার অবস্থা আশঙ্কাজনক। আহত আকাশ জানান, সকালে মুজাফ্ফারের ভ্যান ভাড়া করে নানি জুলেখাকে সঙ্গে নিয়ে তিনি মণিরামপুর বাজারের নজরুলের ক্লিনিকে আসছিলেন। জালঝাড়ায় যশোরগামী মাছের পিকআপটি তাদের ভ্যানে ধাক্কা দেয়। এদিকে অপর ভ্যান চালক বাবর আলী জানান, তিনি মণিরামপুর থেকে যাত্রী নিয়ে জালঝাড়ায় নামিয়ে দিয়ে আবার যাত্রী তুলছিলেন। এসময় পিকআপটি সামনের ভ্যানে ধাক্কা দিয়ে তার ভ্যানেও ধাক্কা দেয়। সাভারে মহিলা নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, বুধবার দুপুর সাড়ে বারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানাধীন বালিথায় ‘সাউদিয়া’ পরিবহনের একটি কোচের চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে এক মহিলা নিহত ও আহত হয়েছে ২৫ যাত্রী। ঢাকা থেকে ফরিদপুর যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
×