ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে জাপান

প্রকাশিত: ০৫:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে জাপান

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন দেয়ার কথা জানিয়েছে জাপান। ঢাকায় সফররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়াও হরি বলেছেন, রোহিঙ্গা শরণার্থী নিয়ে সৃষ্ট কঠিন সমস্যা সমাধানে বাংলাদেশের প্রতি টোকিওর পূর্ণ সমর্থন রয়েছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকের পর জাপানের মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। জাপানের মন্ত্রী বলেন, বিষয়টি (রোহিঙ্গা) জাপানের জন্যও উৎকণ্ঠার। আমরা বাংলাদেশে তাদের জন্য সহায়তাও দিচ্ছি। বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাপান শুরু থেকেই বাংলাদেশের পাশে রয়েছে। তাদের গত ২৯ আগস্টের বিবৃতিতেই বিষয়টি পরিষ্কর করা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মতো জাপানও কোফি আনান কমিশনের দেয়া প্রতিবেদনের পূর্ণ বাস্তবায়ন চায়। জাপানকে বন্ধুরাষ্ট্র হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, জাপানের জন্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্বাচনে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করেনি। সূত্র জানায়, রোহিঙ্গা সঙ্কট শুরুর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশের সমালোচনার মুখে থাকা মিয়ানমারের প্রতি সব ধরনের সমর্থন অব্যাহত রাখার কথা গত সোমবার জানিয়েছিল জাপান। সম্প্রতি রাখাইন সফরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইয়াও হরি এই সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন। তবে মিয়ানমার সফর শেষে তিনি বাংলাদেশের প্রতিও এই ইস্যুতে তাদের সমর্থনের কথা জানালেন। গত ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন শুরুর পর এ পর্যন্ত ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়ার প্রেক্ষাপটে এই সঙ্কটের দিকেই এখন পুরো বিশ্বের দৃষ্টি। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার ঢাকায় আসেন জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়াও হরি।
×