ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে দেশ ॥ স্পীকার

প্রকাশিত: ০৭:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০১৭

অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে দেশ ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ এখন অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময়ে অবস্থান করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী একজন মিডিয়াবান্ধব হিসেবে অনেক মিডিয়ার প্রসার ঘটিয়েছেন। আর জাতীয় সংসদের কার্যক্রম ও সংসদীয় প্রক্রিয়া জনগণের জানার অধিকার রয়েছে। সংসদ ও জনগণের মাঝে সেতুবন্ধনের কাজ করে গণমাধ্যম। সংবাদপত্রের মাধ্যমে সংসদ সদস্য ও জনগণ একে অপরের সঙ্গে কথা বলে। সোমবার বাংলাদেশ সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ‘তাজা খবরের খোলা জানালা’ স্লোগানকে ধারণ করে শুরু হতে যাওয়া পার্লামেন্ট নিউজ বিডিডটকম অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। স্পীকার বলেন, পার্লামেন্ট নিউজ বিডি ডট কম পত্রিকাটি শুধুমাত্র সংসদকেন্দ্রিক সংবাদ পরিবেশন করবে যা অনলাইন পত্রিকার জগতে এক অভিনব সংযোজন। সংসদ সদস্যগণ সংসদের কার্যক্রম ও স্থায়ী কমিটির সভা ছাড়াও নিজ নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রকল্পের আওতায় জনগণের স্বার্থে কর্ম পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করে থাকেন। এর আওতায় শিশু ও মাতৃমৃত্যু হ্রাস, বাল্যবিবাহরোধ, জলবায়ুর পরিবর্তনসহ নানাবিধ কার্যক্রম করে থাকেন। যা জনগণের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে। তিনি গণমাধ্যমকর্মীদের এ সকল উন্নয়ন কর্মকা- গণমাধ্যমে তুলে ধরার পরামর্শ দেন।
×