ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চারশ বছর পর চিত্রকর্ম উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০১৭

চারশ বছর পর চিত্রকর্ম উদ্ধার

সতেরো ও আঠারো শতকে ইউরোপে অলঙ্কারবহুল ও অতিরঞ্জনমূলক শিল্পরীতি বারোকের প্রচলন ছিল। সেই সময়ের বিখ্যাত ও প্রভাবশালী চিত্রশিল্পী স্যার পিটার পল রুবেনজ মূলত বারোক আঁকার জন্যই খ্যাতি অর্জন করেন। হারিয়ে যাওয়ার প্রায় চারশ বছর পর তার একটি চিত্রকর্ম পাওয়া গেছে। স্কটল্যান্ডের শহর গ্লাসগোর পুলক কান্ট্রি পার্কের একটি প্রদর্শনী থেকে এটি উদ্ধার করা হয়েছে। রুবেনজ বেঁচে ছিলেন ১৫৭৭ থেকে ১৬৪০ সাল পর্যন্ত। বাকিংহামের প্রথম ডিউক জর্জ ভিলার্সের একটি প্রতিকৃতি এঁকেছিলেন তিনি। পরবর্তীতে সেটি একজন ইতিহাসবেত্তার কাছ থেকে হারিয়ে যায়। ঐতিহাসিক এমা ডাবিরির সঙ্গে কাজ করার সময় ড. গ্রোসভেনর প্রথম চিত্রকর্মটি শনাক্ত করেন। চিত্রকর্মটি উদ্ধারের পর সংরক্ষণের জন্য বেশ যতœ করতে হয়েছে। কারণ কয়েক শতকের অযতœ অবহেলায় সেটিতে ধুলোবালির আস্তরণ পড়েছিল। প্রতিকৃতির ওপর থেকে রুবেনজের স্মারক চিহ্ন ময়লায় ঢাকা পড়েছিল। কাজেই অনেক কষ্টে আবর্জনার আবরণ সরিয়ে নিশ্চিত হওয়া গেছে এটির বিখ্যাত চিত্রশিল্পী রুবেনজের কাজ। ধরে নেয়া হয়, রুবেনজ এটি ১৬২৫ সালে এঁকেছেন। তখন প্রথম জেমসের শাসনামল ছিল। আর্ট ঐতিহাসিকরা বলেন, রুবেনজের একটি চিত্রকর্ম উদ্ধার করতে পেরে আমরা যারপরনাই আনন্দিত। তিনি ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ শিল্পী। তার আঁকা প্রতিকৃতিটি আবিষ্কারের মাধ্যমে তাকে আমরা নতুন করে পরিচয় করিয়ে দিতে পারব। -খবর টেলিগ্রাফ অনলাইন
×