ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮ হাজার পিস উদ্ধার

কুরিয়ারের মাধ্যমে ইয়াবা ডেলিভারি ও বিক্রি, একই পরিবারের ৬ জন গ্রেফতার

প্রকাশিত: ০৮:২০, ২৫ সেপ্টেম্বর ২০১৭

কুরিয়ারের মাধ্যমে ইয়াবা ডেলিভারি ও বিক্রি, একই পরিবারের ৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা চালানের ভেলিভারির পর তা বিক্রি করার অভিযোগে একই পরিবারের বাবা-মা, দুই ভাইসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরা হচ্ছে, আব্দুল আজিজ (৬৪), রিনা আক্তার (৫০), তাদের বড় ছেলে মোঃ সুমন (৩২), ছোট ছেলে মোঃ রতন (২৩), সহযোগী হোটেল ম্যানেজার এনামুল হক নয়ন (৩২) ও সারোয়ার কামাল (৩২)। এ সময় তাদের কাছ থেকে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির অগ্রিম দুই লাখ ছয় হাজার ছয়শ’ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার (স্পেশাল কোম্পানি) মেজর মোহাম্মদ আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে কুরিয়ার সার্ভিসের অফিসে অবস্থান নিলেও ব্যবসায়ীরা কৌশলে সটকে পড়ে। পরে পান্থপথের হোটেল ওলিও ড্রিম হ্যাভেনে অভিযান চালিয়ে ১০০৪ নম্বর কক্ষ থেকে পাঁচ জন ও হোটেল ম্যানেজারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির এ্যাডভান্স দুই লাখ ছয় হাজার ছয়শ’ টাকা উদ্ধার করা হয়। এরপর কুরিয়ার থেকে ইয়াবার আরেকটি চালান তাদের মাধ্যমে ডেলিভারি গ্রহণ করিয়ে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করি। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে চারজন একই পরিবারের। এদের মধ্যে বাবা-মা ও দুই ভাই রয়েছে। তারা প্রত্যেকে এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। অভিনব কায়দায় তারা মাদক চালান চট্টগ্রাম থেকে ঢাকায় এনে বিক্রি করে। টেকনাফে ৫ লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার চট্টগ্রাম অফিস জানায়, কক্সবাজারের টেকনাফ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে প্রায় ৫ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ২ রোহিঙ্গাকে গ্রেফতার করে বিজিবি। শনিবার রাতে ও রবিবার ভোরে এ অভিযানে আটক ২ জনের নাম কামাল আহমেদ (৪৫) এবং ইলিয়াস (৩০)। তারা মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডুর মাংগালা গ্রামের বাসিন্দা।
×