ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিডির অসহযোগিতা, মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন বন্ধ

প্রকাশিত: ০৬:২২, ২৪ সেপ্টেম্বর ২০১৭

পিডির অসহযোগিতা, মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন বন্ধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ উৎপাদন শুরু হওয়ার কয়েক দিনের মাথায়, শনিবার থেকে আবারও কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পে। শনিবার সকালে খনিটির প্রকল্প পরিচালকের (পিডি) অসহযোগিতার অভিযোগ এনে খনির প্রধান ফটকে নোটিস দিয়ে, প্রকল্প পরিচালকের অপসারণ না হওয়ায় পর্যন্ত খনির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে খনিটির রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি। জিটিসি বলছে, চুক্তি অনুযায়ী প্রকল্প পরিচালকের অসহযোগিতার কারণে চুক্তির শর্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা সব কার্যক্রম বন্ধ করেছে। জিটিসির অভিযোগ, ২০১৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই পর্যন্ত পেট্রোবাংলা ও মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিঃ কর্তৃপক্ষের কাছে ৬ বার আবেদন করেও কোন সাড়া মিলেনি। তবে মধ্যপাড়া কর্তৃপক্ষ বলছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুল কাদিরের নেতৃত্বে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। কমিটি প্রতিবেদন দাখিল করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কমিটির অন্য সদস্যরা হলেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহম্মেদ, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাছান ও পেট্রোবাংলার একজন মহাব্যবস্থাপক। জিটিসি বলছে, চুক্তি বাস্তবায়নের জন্য নিয়োজিত মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানি লিঃ এর প্রকল্প পরিচালক মীর আব্দুল হান্নান দায়িত্বহীনভাবে খনি উন্নয়নের কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করার অনুমোদন প্রক্রিয়া বছরের পর বছর ধরে আটকে রেখে, ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসিকে খনি পরিচালনা করতে দেয়নি। যার ফলস্বরূপ খনিটির কার্যক্রম ২ বছর পর্যন্ত বন্ধ থাকে। জিটিসি জানায়, এরপরও ঠিকাদারি প্রতিষ্ঠান বিদেশ থেকে খনিজ যন্ত্রপাতি আমদানি করে মাত্র ১০ মাসের ব্যবধানে খনি থেকে পাথর উত্তোলন শুরু করেছে। কিন্তু প্রকল্প পরিচালক এখন পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যক্রমকে সহযোগিতা করছে না। তিনি পদে পদে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করতে বাধা সৃষ্টি করছেন। শুধু তাই নয়, ঠিকাদারি প্রতিষ্ঠানের পাওনা ৩৫ কোটি টাকার বিলটি আটকে রেখেছে। যেহেতু প্রকল্প পরিচালক খনির কার্যক্রম পরিচালনা করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সহযোগিতার বদলে অসহযোগিতা করছেন, এ কারণে খনির কার্যক্রম বন্ধ করে দেয়া ছাড়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে আর কোন উপায় ছিল না। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিঃ এর মহব্যবস্থাপক (অপারেশন) ও প্রকল্প পরিচালক মীর আব্দুল হান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খনিটি পরিচালিত হয় খনির পরিচালনা পর্ষদের মাধ্যমে। এখানে আমার একার পক্ষে কিছু করার নাই। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কেন আমাকে দায়ী করছে, তা আমার জানা নাই। তিনি অভিযোগ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েক দফায় তাদের শর্ত ভঙ্গ করেছে। মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাছান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির প্রতিবেদন দিলেই, সব কার্যক্রম শুরু করার ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ সংবাদ সম্মেলন নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর থেকে জানান, সর্বসাধারণের অবগতির জন্য গণবিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির জিএম (অপারেশন) মীর মোঃ আঃ হান্নান খনির কাজে সাবোটাজ করার কারনে ২০১৫-১৬ পর্যন্ত খনির উৎপাদন কাজ বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে জিটিসির জিএম জাবেদ সিদ্দিকী প্রচারিত গণবিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে বলেছেন সার্বিক বিষয় অবহিত করার জন্য রবিবার দুপুরে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। যোগাযোগ করলে মধ্যপাড়া কঠিন শিলা খনির প্রকৌশলী মাহমুদ খান জনকণ্ঠকে জানান মধ্যপাড়া খনির একজন কর্মকর্তাকে দায়ী করে এ ধরনের গণবিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হতে পারে না। তবে মধ্যপাড়া কঠিন শিলা খনির সব কার্যক্রম দেখার জন্য ইতোমধ্যে ম্যানেজমেন্ট ৮ সদস্যের কমিটি গঠন করেছেন।
×