ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৭৩৪ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৬:১৭, ২৪ সেপ্টেম্বর ২০১৭

ব্লক মার্কেটে ৭৩৪ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে মোট ৪২ কোম্পানি ও ৩ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১৯ কোটি ১ লাখ ৫৭ হাজার ২৬৭টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৭৩৪ কোটি ৮৭ লাখ টাকা। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন করেছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। এই কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৫১৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। আর হাত বদল হয়েছে ১৫ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার শেয়ারের। দ্বিতীয় অবস্থানে ছিল পূবালী ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৪৩ লাখ শেয়ারের হাত বদল হয়েছে। যার আর্থিক মূল্য ৩৪ কোটি ৯৯ লাখ টাকা। তৃতীয় অবস্থানে ছিল ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২৮ লাখ ৫৭ হাজার ৯৯১টি শেয়ারের হাত বদল হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৬৯ লাখ টাকা।
×