ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাপাহারে বন্যায় রাস্তা বিধ্বস্ত ॥ চলাচলে দুর্ভোগ

প্রকাশিত: ০৪:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০১৭

সাপাহারে বন্যায় রাস্তা বিধ্বস্ত ॥ চলাচলে দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২২ সেপ্টেম্বর ॥ উপজেলার পাতাড়ী ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্যার কারণে ভেঙ্গে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই পথে সীমান্তে পাহারারত বিজিবি সদস্যসহ এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। এলাকাবাসী দ্রুত রাস্তাগুলো সংস্কারের জন্য স্থানীয় এমপি সাধন মজুমদারের হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসী জানায়, উপজেলার পাতাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের ওই সড়কগুলো বন্যার পানির স্রোতে ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক কষ্টে রাস্তা পারাপার হচ্ছেন লোকজন। ওই ইউনিয়নের বিজিবির কোম্পানি সদর ও কলমুডাঙ্গা গ্রামে ইউনিয়ন পরিষদের একমাত্র রাস্তা হওয়ায় সড়ক দুটির গুরুত্ব অনেক। বিজিবির ট্রাক, ট্রলি, ভটভটি কিছুই চলাচল করতে পারছে না। এমনকি ভ্যান-মেটরসাইকেল চলাচলেরও অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি। এ বিষয়ে শুক্রবার সকালে মোবাইলে উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদের সঙ্গে কথা হলে তিনি জানান, আমরা কাজ করার প্রস্তুতি নিয়েছি এবং বন্যার পানি সম্পূর্ণরূপে নেমে গেলে জরুরীভিত্তিতে আরও ভালভাবে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর সংস্কারকাজ করতে পারব বলে আমরা আশাবাদী।
×