ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাখাইন পরিস্থিতি নিয়ে সাফাই গাইলেন মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৩:৫৮, ২২ সেপ্টেম্বর ২০১৭

রাখাইন পরিস্থিতি নিয়ে সাফাই গাইলেন মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট

জাতিসংঘে মিয়ানমার জানিয়েছে, সে দেশের রাখাইন রাজ্যের সহিংস পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে দেশটির পক্ষ থেকে এই বক্তব্য দেয়া হলো। এএফপি। জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে আউং সান সুচির পরিবর্তে সে দেশের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিও গত বুধবার তার ভাষণে এ কথা বলেন। এর একদিন আগে সুুচি তার দেশে জাতির উদ্দেশে দেয়া ভাষণে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান। ভ্যান থিয়ও তার ভাষণে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে রাখাইন পরিস্থিতির উন্নতি হয়েছে।’ তিনি আরো বলেন, গত ৫ সেপ্টেম্বর থেকে সেখানে কোন সংঘর্ষ হয়নি। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে অসংখ্য মুসলিমের বাংলাদেশে চলে যাওয়ার খবরে আমরা উদ্বিগ্ন। চলে যাওয়ার এই কারণ আমাদের খুঁজে বের করা প্রয়োজন।’ জাতিসংঘের ভাষ্য অনুযায়ী, মিয়ানমারের সেনাবাহিনীর দমনপীড়নের মুখে জীবন বাঁচাতে চার লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে গেছে।
×