ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে হেলথ ক্যাম্প

প্রকাশিত: ০৪:৩১, ২০ সেপ্টেম্বর ২০১৭

দুর্গাপুরে হেলথ ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা ১৯ সেপ্টেম্বর ॥ দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলাবিষয়ক অধিদফতরের অর্থায়নে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় পৌরসভার ২৫০ জন ভাতাভোগীকে নিয়ে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।মঙ্গলবার ভাতাভোগী ও তাদের সন্তানদের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ গোফরানা আসরিনের নেতৃত্বে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হেলথ ক্যাম্প সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান। আমন চারা বিতরণ সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৯ সেপ্টেম্বর ॥ পীরগঞ্জ উপজেলার জাবরহাট ও বৈরচুনা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১শ’ কৃষকের মাঝে উন্নতমানের ব্রি-৩৪ জাতের রোপা আমনের চারা বিতরণ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার বেলা ১১টায় কৃষকদের যে পরিমাণ ধানের চারা দেয়া হয়েছে প্রতি কৃষক ৫০ শতক জমিতে তা রোপণ করতে পারবে। বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউএম রায়হান শাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
×