ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সেই এএসআইসহ ছয়জনের বিরুদ্ধে সমন

প্রকাশিত: ০৪:২৬, ২০ সেপ্টেম্বর ২০১৭

সেই এএসআইসহ ছয়জনের বিরুদ্ধে সমন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৯ সেপ্টেম্বর ॥ শেরপুরে স্ত্রীর মর্যাদার দাবি আদায়ে অনশন করেও ব্যর্থ হয়ে অবশেষে পুলিশের সেই এএসআই আরিফুজ্জামান সোহাগ (৩০) ও তার পরিবারের ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে শেরপুর সরকারী কলেজের মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নালিশী মামলা দায়ের হলে বিচারক সাইফুর রহমান তা আমলে গ্রহণ করে সদর উপজেলার পূর্ব আলিনাপাড়া গ্রামের মৃত আনিসুর রহমান দুলালের ছেলে এএসআই সোহাগসহ ৬ জনকে আগামী ১৮ অক্টোবর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। মামলার অপর ৫ আসামি হচ্ছেন- সোহাগের মা শিরি বেগম, চাচা মঞ্জু মিয়া ও মিন্টু মিয়া, আত্মীয় হাসি বেগম ও শিরি আক্তার। জানা যায়, শেরপুর সদর উপজেলার পূর্ব আলিনাপাড়া খালপাড় এলাকার মৃত আনিছুর রহমান দুলালের ছেলে ও পুলিশের এসবি শাখায় কর্মরত এএসআই আরিফুজ্জামান সোহাগ (বিপি-৮৮০৭১২৮৭৪৭) ২০১৬ সালের দিকে পার্শ্ববর্তী আন্ধারিয়া নয়াপাড়া গ্রামের ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই বছরের ২৭ ডিসেম্বর ওই শিক্ষার্থীকে টাঙ্গাইলে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে এএসআই সোহাগ গোপনে ভুয়া কাবিনে বিয়ে করে।
×