ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে সাহসী অবস্থান নিয়ে শেখ হাসিনা এখন মানবতাবাদী নেত্রী ॥ যুবলীগ

প্রকাশিত: ০৪:০৮, ২০ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে সাহসী অবস্থান নিয়ে শেখ হাসিনা এখন মানবতাবাদী নেত্রী ॥ যুবলীগ

স্টাফ রিপোর্টার ॥ রোহিঙ্গা ইস্যুতে ঐতিহাসিক ও সাহসী অবস্থান গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের মানবতাবাদী নেত্রীতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার রাজধানীর ত্রিমোহিনী কবরস্থানসংলগ্ন মাঠে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ ৭৫ নং ওয়ার্ড (সাবেক নাসিরাবাদ ইউনিয়ন) এর ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। মনির হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের দেড় কোটি শরণার্থীকে আশ্রয় দিয়ে ভারতের গণতন্ত্রের মহান নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বিশ্বনন্দিত নেত্রী হয়েছিলেন। তেমনি রোহিঙ্গা ইস্যুতে ঐতিহাসিক ও সাহসী অবস্থান গ্রহণ করে বিশ্বের মানবতাবাদী নেত্রীতে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা প্রমাণ করেছেন নোবেল লরিয়ট নয়, দরকার নোবেল ওয়ার্কার। ইতোমধ্যে যাঁকে (শেখ হাসিনা) ব্রিটিশ মিডিয়া ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাবে ভূষিত করেছেন। সম্মেলন শেষে নাসিরাবাদ ইউনিয়ন যুবলীগ কমিটি বিলুপ্ত করে ৭৫নং ওয়ার্ড যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়।
×