ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নাটোরে গৃহবধূ হত্যাকারীদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৩:৩১, ১৯ সেপ্টেম্বর ২০১৭

নাটোরে গৃহবধূ হত্যাকারীদের গ্রেফতার দাবি

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ সেপ্টেম্বর ॥ নাটোর সদর উপজেলার গৃহবধূ হাসনা হেনাকে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকালে সদর উপজেলার গায়ালডাঙ্গা- করাটা সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এ সময় বক্তারা বলেন, যৌতুকের দাবিতে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ হাসনা হেনাকে প্রায়ই তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন চালাত। এবার ঈদের আগে মেয়ের সুখের কথা চিন্তা করে জামাইয়ের হাতে এক লাখ টাকা তুলে দেয় হেনার বাবা। কিন্তু তার কিছুদিন পরই পুনরায় ২ লাখ টাকা দাবি করে হেনার স্বামী শরিফুল। কিন্তু তাৎক্ষণিকভাবে হেনার পরিবার ওই টাকা দিতে না পারায় হেনার ওপর শারীরিক নির্যাতন চালায় শরিফুল ও তার পরিবার। যৌতুকের টাকার জন্যই হেনাকে মরতে হয়েছে দাবি করে মানববন্ধনে হেনার হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য, গত ৩১ আগস্ট সদর উপজেলার করোটা গ্রামে রহস্যজনক মৃত্যু হয় অন্তঃসত্ত্বা হাসনা হেনার।
×