ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্মাতা যখন অভিনেতা

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০১৭

নির্মাতা যখন অভিনেতা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নির্মাতা রিয়াজুল রিজু। ‘বাপজানের বায়োস্কোপ’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করে আলোচনায় এসেছেন। চলচ্চিত্রটি একাধিক জাতীয় পুরস্কার পেয়েছে। এবার এই পরিচালক ক্যামেরার পেছন থেকে সামনে এসেছেন। অভিনয় করলেন গাজী টিভির এ্যাকশন আওয়ারে ‘কৃষ্ণগহ্বর’ নামের ছয় পর্বের ধারাবাহিক নাটকে। নাটকে তিনি পুলিশ, সন্ত্রাসী, ছিঁচকে চোরসহ বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন। মেহেদি হাসান সজিবের পরিচালনায় এবং আলফা আই প্রোডাকশনের ব্যানারে নাটকটির প্রযোজক শাহরিয়ার শাকিল। এ প্রসঙ্গে নির্মাতা ও অভিনেতা রিয়াজুল রিজু বলেন, এক সময় থিয়েটার করেছি। সেই থেকেই অভিনয়ের প্রতি আলাদা দুর্বলতা রয়েছে। গাজী টিভির ‘এ্যাকশন আওয়ারে’ অভিনয় করলাম। এখানে আমি কয়েকটি চরিত্রে অভিনয় করেছি। তন্মধ্য একটি চরিত্র হচ্ছে লঞ্চঘাটের এক ছিঁচকে চোরের। চোরটা তার চেয়ে একটু ভাল মেয়ের সঙ্গে প্রেম করে। এরপর মেয়েটি ওকে রেখে যে হোটেলে কাজ করে তার ম্যানেজারকে বিয়ে করে। তখন চোরটা ক্ষেপে যায়। এক সন্ত্রাসী দলের সঙ্গে যুক্ত হয় এবং বড় ধরনের সন্ত্রাসী হয়ে যায়। নাটকটিতে রিয়াজুল রিজু ছাড়া আরও অভিনয় করেছেনÑ সানজিদা তন্ময়, মিহি আহসান, জয়রাজ, সাব্বির আহমেদ, মেহেদী আকাশসহ অনেকে। নাটকটি ১৫ সেপ্টেম্বর থেকে রাত ৯-১৫ মিনিটে গাজী টিভিতে প্রচার শুরু হয়েছে।
×