ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিটকয়েন বন্ধ করতে যাচ্ছে চীন

প্রকাশিত: ০৫:৩২, ১৭ সেপ্টেম্বর ২০১৭

 বিটকয়েন বন্ধ করতে যাচ্ছে চীন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভার্চুয়াল মুদ্রা নিয়ে সরকার সতর্ক বার্তা দেয়ার পর অন্যতম জনপ্রিয় মুদ্রা বিটকয়েন বন্ধ করতে যাচ্ছে চীন। দেশটির মানি এক্সচেঞ্জগুলো এ মুদ্রার লেনদেন বন্ধ করা শুরু করেছে। চীনের মুদ্রা বিনিময়ে সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর একটি বিটিসিসি। প্রতিষ্ঠানটি সম্প্রতি জানিয়েছে, তারা সরকারের ডাকে সাড়া দিতে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এ মুদ্রার লেনদেন আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেবে। চীনের কর্তৃপক্ষ এ মুদ্রার লেনদেন বন্ধে গত ৫ সেপ্টেম্বর প্রাথমিকভাবে নির্দেশনা দেয়। এরপর থেকে এক্সচেঞ্জ হাউসগুলো এ ধরনের পদক্ষেপ নেয়া শুরু করে। ডিজিটাল এ মুদ্রার লেনদেনে দেশটিতে ব্যাপক বিস্ফোরণ দেখা যায়। এক সময় এ মুদ্রায় বিনিয়োগের আর্থিক ঝুঁকির আশঙ্কা বৃদ্ধি পায়। বিবিসি জানায়, গত বৃহস্পতিবার বিটিসিসি এ তথ্য জানানোর পর বিকেলে ব্যাপক দরপতন হয় এ মুদ্রার। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরে একপর্যায়ে মুদ্রাটির দাম পাঁচ হাজার ডলার ছাড়িয়ে যায়। কিন্তু চীনের জেরেই এটির দর এখন তিন হাজার ডলারের নিচে।
×