ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লুবনা লিমির ‘ভালবাসি বলতে চাই’

প্রকাশিত: ০৪:১০, ১৭ সেপ্টেম্বর ২০১৭

লুবনা লিমির ‘ভালবাসি বলতে চাই’

স্টাফ রিপোর্টার ॥ প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী লুবনা লিমি এবার একটি নতুন একক গান নিয়ে উপস্থিত হয়েছেন। গানের শিরোনাম ‘ভালোবাসি বলতে চাই’। গানের কথা, সুর নিজের হলেও এর সঙ্গীতায়োজন করেছে স্টুডিও ডকিয়ার্ড। এরই মধ্যে গানটির অডিও ভার্সন ইউটিউবে প্রকাশিত হয়েছে। সঙ্গীতার ঈদ এক্সক্লুসিভ অডিও সং হিসেবে এটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে লুবনা লিমি বলেন, গানের কথা খুব সহজ, স্বাভাবিক। গানের মধ্যে কথায় কথায় খুব সাদামাটা অথচ অনেক গভীর ভালবাসার বহিঃপ্রকাশ আছে। তাই ভীষণভাবে আশা রাখছি গানটি শ্রোতাদের ভাললাগবে। লুবনা লিমি জানান, শিগগিরই গানটির ভিডিও নির্মাণ করে প্রকাশ করা হবে। লুবনা লিমির প্রথম একক এ্যালবাম ‘সত্যি বলছি ছয়’ ২০১২ সালে প্রকাশ হয়। এ্যালবামের সবগুলো গানের কথা ও সুর লুবনা লিমির নিজের ছিলো। তবে পরবর্তীতে ২০১৫ সালে প্রকাশিত দ্বিতীয় একক এ্যালবাম ‘একটুখানি ঘুম’ একজন সঙ্গীতশিল্পী হিসেবে বেশ আলোচনায় তাকে নিয়ে আসে। এই এ্যালবামে নচিকেতা, মানাম আহমেদ, সেতু চৌধুরী, পৃথ্বিরাজ, মুনের সঙ্গীতে লুবনা লিমির গাওয়া গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যায়। লিমিও যেন সঙ্গীতাঙ্গনে নিজের আশ্রয় খুঁজে পান নতুন করে, বুকে অনেক সাহস নিয়ে। যে কারণে পরবর্তীতে ২০১৬ সালে তিনি বাংলাদেশে প্রথম থ্রিয়েট্রিক্যাল এ্যালবাম ‘গান গল্প ও ভালবাসা’ প্রকাশ করেন। এই এ্যালবামের গানগুলোও ছিল শ্রতিমধুর। ঈদের ছুটির পর লুবনা লিমি আবারও স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে গেলো সপ্তাহে তিনি রাজশাহীতে স্টেজ শোতে পারফর্ম করেছেন। ময়মনসিংহের মেয়ে গানে লুবনা লিমির হাতেখড়ি ওস্তাদ মাসুদ করিমের কাছে। এরপর তিনি সুমিতা নাহা, স্বপন ধর, আনোয়র হোসেনের কাছেও গানে তালিম নিয়েছেন। তবে যখন তিনি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সেই সময়েই তিনি ময়মনসিংহের উদীচী থেকে ছয় বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন। বিটিভির তালিকাভুক্ত শিল্পী লিমি।
×