ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ৭ কর্মকর্তা-কর্মচারী পুরস্কৃত

প্রকাশিত: ০৩:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০১৭

শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ৭ কর্মকর্তা-কর্মচারী পুরস্কৃত

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন তথা জাতীয় শুদ্ধাচারের কৌশল বাস্তবায়নের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৭ কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ পুরস্কার দিয়ে সম্মানিত করেছে জাতীয় সঞ্চয় অধিদফতর। শনিবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা এবং শেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার’ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান আয়োজনের করে জাতীয় সঞ্চয় অধিদফতর। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ হলেন শাকিল সাদ্দাম (অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর) সিলেট, মোঃ আসাদুজ্জামান (সঞ্চয় কর্মকর্তা) ময়মনসিংহ, অপূর্ণা সূত্রধর (সহকারী পরিচালক) আগ্রাবাদ চট্টগ্রাম, মোঃ শহীদুল ইসলাম (উপপরিচালক) বিভাগীয় কার্যালয় ঢাকা, মোঃ শাহ আলম (সাঁটমুদ্রাক্ষরিক-কাম বাজেট) প্রধান কার্যালয় ঢাকা, মোঃ মনির হোসেন (সহপরিচালক প্রশাসন) ঢাকা এবং মোঃ মিজানুর রহমান (উপ-পরিচালক বাজেট নীতি) ঢাকা। পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। এনবিআর চেয়ারম্যান বলেন, আপনাদের কর্মপ্রয়াস বাংলাদেশকে আরও উন্নত করছে। আমারা এসডিজি অর্জনে আরও এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে সঞ্চয় গুরুত্বপূর্ণ। আর আপনারা গুরুত্বপূর্ণ বিষয়ের কাজটি আরও গুরুত্ব দিয়ে করে থাকেন। এ সময় দেশে-বিদেশে বিশেষ করে প্রবাসীদের কিভাবে আরও অধিকহারে সঞ্চয়ের আওতায় আনা যায় সে উদ্যোগ নিতে অধিদফতরের মহাপরিচালককে আহ্বান জানান। সঞ্চয় অধিদফথর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং রাজস্ব বোর্ড টিম হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমরা শুদ্ধাচার কৌশলের নীতিমালায় যে শর্ত দেয়া আছে তার ভিত্তিতে এই পুরস্কার প্রদান করলাম। তবে যারা পুরস্কার পায়নি তারাও যে কম কাজ করছে বা ভাল করেনি তা নয়।
×