ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিএনপির আন্দোলন এখন টেম্স নদীর পাড়ে খালেদার ভ্যানিটি ব্যাগে॥ কাদের

প্রকাশিত: ০৫:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০১৭

বিএনপির আন্দোলন এখন টেম্স নদীর পাড়ে খালেদার ভ্যানিটি ব্যাগে॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৫ সেপ্টেম্বর ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি এখন বিএনপি নেই। এ দলটি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তারা আন্দোলনের ডাক দেয়, আন্দোলন হয় না। এই ঈদে না ওই ঈদে। রোজার ঈদে না কোরবানির ঈদে। এই মাসে না ওই মাসে। এই বছর না ওই বছর। তাদের মরাগাঙে জোয়ার আর আসে না। তাই বিএনপির আন্দোলন এখন টেম্স নদীর পাড়ে খালেদা জিয়ার ভ্যানিটি ব্যাগে স্তিমিত। মন্ত্রী শুক্রবার সন্ধ্যায় জেলার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজ মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার বা ভয় পাওয়ার কোন কারণ নেই। তবে আমি ভয় পাই, যখন দেখি আওয়ামী লীগই আওয়ামী লীগকে কাটছে, আওয়ামী লীগ অন্তর্কলহে লিপ্ত হচ্ছে। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের পরাজয়ের কারণ না হয়, তাহলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। আগামী নির্বাচনে যদি আমরা নিজেরা নিজেদের ক্ষতি না করি তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। তিনি বলেন, এখন থেকে গ্রামে গ্রামে উঠান বৈঠক করতে হবে, ঘরে ঘরে যেতে হবে। জনগণকে কাছে টেনে আনতে হবে। দেশের উন্নয়ন এবং অর্জনের বিষয়ে জনগণকে অবহিত করতে হবে। পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী এ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত প্রমুখ। এ সময় কেন্দ্রীয়, কুমিল্লা জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, দল যদি করেন তাহলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা মানবেন না তারা দল থেকে সরে দাঁড়াবেন। পকেট ভারি করার জন্য খারাপ লোকদের দলে নেবেন না। শৃঙ্খলা যে মানে না তাকে আওয়ামী লীগে রাখার দরকার নেই। অতীতে দলের কোন্দল আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, প্রার্থী হওয়ার আগ্রহ সকলের থাকতে পারে। কিন্তু অসুস্থ রাজনীতির প্রতিযোগিতা করবেন না। কর্মীর সংখ্যা এখন কমে গেছে, সবাই এখন নেতা। পোস্টার লিফলেট লাগানোর লোক নেই। ঘরের ভেতরে ঘর, মশারির ভেতরে মশারি-সহ্য করা হবে না। প্রতিনিধি সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অর্জনের কারণেই জনগণ নৌকায় ভোট দেবে। বিএনপির কোন অর্জন নেই উল্লেখ করে তিনি বলেন, তাদের দুটি অর্জনের ক্ষেত্রে আমাদের কোন আপত্তি নেই। একটি হলো হাওয়া ভবনে বসে লুটপাট করে দুর্নীতিতে বাংলাদেশকে ৫ বার চ্যাম্পিয়ন করা এবং অপরটি হচ্ছে দেশে সন্ত্রাসী, জঙ্গী ও মৌলবাদীদের চারণভূমি তৈরি করা। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন দেখে বিএনপি হতাশ হয়ে গেছে। কোথায় ছিল খালেদা জিয়ার মানবতা, যখন ৯০ দিন অবরোধের নামে নাশকতা সৃষ্টি করে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এখন অপর দেশের নাগরিক রোহিঙ্গাদের জন্য মানবতার কথা বলছে বিএনপি। তাদের লক্ষ্য একটাই- বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। তাদের সে আশা পূরণ হবে না। শেখ হাসিনার সফল কূটনৈতিক তৎপরতার কারণেই রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য জাতিসংঘ আজ মিয়ানমারকে চাপ দিচ্ছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেন, জাতির বৃহৎ স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অতীত ভুলে গিয়ে জনগণের কাছে যেতে হবে এবং সরকারের উন্নয়নের চিত্র তাদের কাছে তুলে ধরতে হবে। রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের এ প্রতিনিধি সভাকে কেন্দ্র করে নেতাকর্মীরা দলে দলে সেখানে যোগ দেয়। একপর্যায়ে ওই প্রতিনিধি সভা জনসভায় রূপান্তরিত হয়।
×