ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এলসির নির্ধারিত দামে চাল পাচ্ছেন না বাংলাদেশী আমদানিকারকরা

প্রকাশিত: ০৫:০৫, ১৬ সেপ্টেম্বর ২০১৭

এলসির নির্ধারিত দামে চাল পাচ্ছেন না বাংলাদেশী আমদানিকারকরা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানিয়েছেন, ভারত থেকে দেশে চাল আমদানির জন্য খোলা এলসির নির্ধারিত দামে তারা চাল পাচ্ছেন না। ঈদের আগে ভারত থেকে চাল আমদানির জন্য খোলা এলসিগুলো আবার ব্যাংক থেকে সংশোধন করে তাতে ডলার বাড়িয়ে চাল আমদানি করতে হচ্ছে। ফলে একদিকে আমদানিকারকরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি দেশের চালের বাজারও অস্থিতিশীল হয়ে উঠছে। হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক রাজীব দত্ত জানান, দেশে চালের ব্যাপক চাহিদা থাকায় ভারতীয় ব্যবসায়ীরা চালের কৃত্রিম সঙ্কট দেখিয়ে দফায় দফায় দাম বাড়াচ্ছে। ভারতের ব্যবসায়ীরা প্রতিদিন যে হারে চালের দাম বাড়াচ্ছে, তাতে আমদানিকারকরা চাল আমদানি করতে হিমশিম খাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা রফতানিকারকদের কাছ থেকে ঈদের আগে প্রতি টন চাল ৪৬০ থেকে ৪৭০ ডলারে কিনেছি। এর বিপরীতে ব্যাংকেও প্রচুর এলসি খুলেছিলাম। কিন্তু এখন তারা ওইসব এলসির বিপরীতে চাল রফতানি করছেন না। ওই চাল আসলে দেশের বাজারে চালের দাম কমত। কিন্তু ভারতীয় রফতানিকারকরা আগের মূল্যে করা এলসির বিপরীতে চাল রফতানি করছেন না। এখন ওইসব এলসি ব্যাংক থেকে আবারও সংশোধন করে ডলার বাড়িয়ে তারপর চাল আমদানি করতে হচ্ছে। ফলে আমরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছি। ঈদের পর তাদের সঙ্গে কথা হয়েছে।
×