ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মূল্য সমন্বয়ের পর দর বেড়েছে জাহিন স্পিনিংয়ের

প্রকাশিত: ০৪:২৪, ১৫ সেপ্টেম্বর ২০১৭

মূল্য সমন্বয়ের পর দর বেড়েছে জাহিন স্পিনিংয়ের

বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর বেড়েছে জাহিন স্পিনিং লিমিটেডের শেয়ারে। বৃহস্পতিবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে প্রায় ১ শতাংশ বেড়েছে। যদিও সাধারণ হিসেবে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জাহিন স্পিনিং ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ৩ টাকা ২০ পয়সা বা ১২ দশমিক ১২ শতাংশ কমেছে। তবে বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসেব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়। বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং সর্বশেষ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে, যার পুরোটাই বোনাস। বৃহস্পতিবার ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ২৬ টাকা ৪০ পয়সা। ১৫ শতংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ২৩ টাকা। এর বিপরীতে বৃহস্পতিবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ২৩ টাকা ৩০ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার দ্বিতীয় দিনেও বিক্রেতাশূন্য রূপালী ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে রূপালী ব্যাংকের শেয়ারে। এতে কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিনশেষেও কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ১৪ হাজার ৩৯২টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোন শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ৬০ টাকা দরে। মঙ্গলবার এই শেয়ারের সমাপনী দর ছিল ৫৪ টাকা ৬০ পয়সা। অর্থনৈতিক রিপোর্টার
×