ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

প্রকাশিত: ০৪:১৪, ১৫ সেপ্টেম্বর ২০১৭

ফরিদপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ সেপ্টেম্বর ॥ ফরিদপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণীর এক ছাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) পুরবী গোলদার ওই বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে এ বাল্য বিবাহ অনুষ্ঠানের আয়োজন বন্ধ করে দেন। পাশাপাশি মেয়ের অভিভাবকের কাছ থেকে নেয়া হয় মুচলেকা। জেলা ব্লাস্ট ইউনিটের সমস্বয়কারী শিপ্রা গোস্বামী জানান, ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের একটি বাড়িতে বৃহস্পতিবার এ বাল্য বিবাহ হবে তা আমরা জানতে পারি গত মঙ্গলবার। মঙ্গলবারই বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়। উপজেলা প্রশাসন বাল্য বিবাহ আয়োজন বন্ধ করে দেন। কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিবার সকাল থেকে ওই বাড়িতে বিয়ে আয়োজনের তোড়জোর শুরু হয়। ঘটনার দুই প্রত্যক্ষদর্শী জানায়, বৃহস্পতিবার সকাল থেকেই বিয়ে উপলক্ষে রান্নাবান্না শুরু হয়। সারা বাড়ি লাইটিং করা হয়। ভাড়া করা হয় সাউন্ড বক্স। উচ্চৈস্বরে সেখানে গান বাজতে থাকে। প্রতারণার আশ্রয় নিয়ে ওই শিশুটিকে বৃহস্পতিবার যথারীতি পাঠানো হয় স্কুলেও। দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) পুরবী গোলদারের নেতৃত্বে একটি দল ওই বাড়িতে উপস্থিত হন। এ সময় বিয়েবাড়িটি লোকে লোকারণ্য ছিল।
×