ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় স্কুলছাত্র খুন

প্রকাশিত: ০৪:৩২, ১০ সেপ্টেম্বর ২০১৭

আশুলিয়ায় স্কুলছাত্র খুন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ সেপ্টেম্বর ॥ আশুলিয়ায় আলামিন শেখ (১২) নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন শিক্ষার্থীসহ ৬ জনকে আটক করে পুলিশ। শুক্রবার রাতে আশুলিয়া থানাধীন পলাশবাড়ি পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে নিহত আলামিন শেখ মানিকগঞ্জের দৌলতপুর থানার চরকাটারি গ্রামের আইয়ুব আলীর ছেলে। সে পরিবারের সঙ্গে পলাশবাড়িতে বসবাস করত এবং স্থানীয় ‘ম-ল ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজ’-এ ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত ছিল। আটককৃত ৩ শিক্ষার্থীরা হলো- ইমরুল কায়েস, আকাশ ও সিফাত। জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে আলামিন পলাশবাড়ি বাজার থেকে বাসায় ফিরে। পরে কাউকে কোন কিছু না বলে আবার বাসা থেকে বের হয়ে যায়।রাত দশটার দিকে ইমরুল কায়েস নামের ওই শিক্ষা প্রতিষ্ঠানের অপর এক শিক্ষার্থী আলামিন গুরুতর আহতাবস্থায় সাভার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি আছে বলে তার পরিবারকে জানায়। হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় জরুরী বিভাগে চিকিৎসাধীন দেখতে পায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাতেই সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ৩ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ^াসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী রতন মিয়া ও শাশুড়ি রোকেয়া বেগমকে আটক করেছে। নিহত নিগার সুলতানা (২১) বাঘিয়া এলাকার রতন মিয়ার স্ত্রী ও পার্শ^বর্তী জয়েরটেক এলাকায় সিরাজ মিয়ার মেয়ে। পুলিশ শনিবার লাশ উদ্ধার করেছে। জানা গেছে, ৩ বছর আগে গাজীপুর সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের জয়েরটেক এলাকায় সিরাজ মিয়ার মেয়ে নিগার সুলতানার বাঘিয়া এলাকার সাইদুর মিয়ার ছেলে রতন মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এরই মধ্যে গত শুক্রবার রাতে নিগার সুলতানাকে তার শ^শুরবাড়ির লোকজন গুরুতর অবস্থায় কোনাবাড়ী এলাকায় একটি ক্লিনিকে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফতুল্লায় যুবকেরলাশ উদ্ধার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, ফতুল্লার ভুঁইগড় এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেয়া হয়েছে। জানা গেছে, স্থানীয় লোকজন ভুঁইগড়ের ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখে ফতুল্লা মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। হবিগঞ্জে কলেজছাত্রী নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, শনিবার ভোরে বাহুবলের পল্লী বড়গাঁও গ্রাম থেকে পান্না আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পান্না সংশ্লিষ্ট গ্রামের নুর হোসেনের কন্যা এবং স্থানীয় আলিফ সোবহান ডিগ্রী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী।
×