ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

হামদর্দ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায় কর্মশালা

প্রকাশিত: ০৬:০৪, ৯ সেপ্টেম্বর ২০১৭

হামদর্দ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসায় কর্মশালা

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের ১ম ব্যাচের ব্যাচেলর অব ইউনানি মেডিসিন এ্যান্ড সার্জারি (বিইউএমএস) ও ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন এ্যান্ড সার্জারি (বিএএমএস)-এর শিক্ষার্থীগণ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সের আওতাধীন ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের তত্ত্বাবধানে ইন্টার্নশিপ সম্পন্ন করে। সম্প্রতি কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান ও নতুন ব্যাচের ইন্টার্নশিপ ট্রেনিংয়ের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের ডিন ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ একে আজাদ খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইউনানি ও আয়ুর্বেদিক মেডিসিন অনুষদের ১ম ব্যাচের ৪০ শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ এমএ সামাদ। বিজ্ঞপ্তি
×