ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সোনাই নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৫:০৭, ৯ সেপ্টেম্বর ২০১৭

সোনাই নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ ॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সোনাই নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবে দুই শিশুর মৃত্যু ও ৫জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সাতবর্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো উপজেলার ডিঙ্গিঘাট গ্রামের শ্রাবন্তী (৬) ও মুক্তা (১৩)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ডিঙ্গিঘাট থেকে শতাধিক বরযাত্রী নিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুরাদপুর গ্রামে যাচ্ছিল ট্রলারটি। যাওয়ার পথে বিজয়নগর সাতবর্গ এলাকা অতিক্রম করার সময় ব্রিজের সঙ্গে ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলার থেকে অধিকাংশ যাত্রীরা তীরে উঠতে পারলেও দুই শিশু ট্রলাটির ভিতরে আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও দমকল বাহিনীর লোকজন বিকেলে ট্রলারটি উদ্ধার করলে ট্রলারের ভিতর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই বলে জানান বিজয়নগর থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আলী আরশাদ।
×