ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চীন ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ টিলারসনের

প্রকাশিত: ০৪:২২, ৯ সেপ্টেম্বর ২০১৭

চীন ও রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ টিলারসনের

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি নির্ধারণে রেক্স টিলারসন একটি গুরুত্বপূর্ণ পদের অধিকারী হয়েও প্রায় সময়ই নীরবতা অবলম্বন করেন। কিন্তু সবার অলক্ষ্যে তিনি উত্তর কোরিয়া সঙ্কট নিয়ে চীনের সঙ্গে এবং ইউক্রেন ও সিরিয়ায় স্থিতাবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে কাজ করে চলেছেন। তার এই লক্ষ্য অর্জনে টিলারসন রাশিয়া ও চীনা নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগাচ্ছেন বলে জানা গেছে। রেক্স টিলারসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার ও অনেক আগে থেকে তেল ব্যবসা ও শিল্পের সঙ্গে জড়িত ছিলেন এবং সেই সূত্রে রুশ প্রেসিডেন্ট ভøাদিমি পুতিনের সঙ্গে তার সম্পর্ক অনেক পুরনো। -ওয়েবসাইট গৌরী লঙ্কেশের খুনীকে ধরতে পুরস্কার ঘোষণা খুনের ৭২ ঘণ্টা পরও গৌরী লঙ্কেশ হত্যার কোন কিনারা করতে পারেনি পুলিশ। হিন্দুত্ববাদের কট্টর সমালোচক নির্ভীক সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় উত্তাল গোটা ভারত। প্রতিবাদ সমালোচনায় ভেসে যাচ্ছে দেশটির সোশ্যাল মিডিয়া। ফেসবুক থেকে টুইটার গৌরীলঙ্কেশ নামে হ্যাসট্যাগের ছড়াছড়ি। এরই মাঝে সমানে চলছে রাজনৈতিক কাদাছোড়াছুড়ি। গেরুয়া শিবির বনাম বিরোধীদের বাগবিত-ায় ভরে উঠছে নিউজ থ্রেড। দোষীদের ধরতে কর্ণাটক সরকারের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করছে কেন্দ্র সরকার।
×