ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নববধূ হত্যাকারীর দ্রুত বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৩৯, ৮ সেপ্টেম্বর ২০১৭

নববধূ হত্যাকারীর দ্রুত বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ সেপ্টেম্বর ॥ বালিয়াডাঙ্গী উপজেলার নববধূ নাসরিনকে নির্যাতনের পর হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী । নববধূ নাসরিন হত্যার ৪ দিন অতিবাহিত হলেও কোন আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রায় ৩ হাজার নারী, পুরুষ, স্কুল-কলেজের ছাত্র/ছাত্রী বিক্ষোভ মিছিল নিয়ে ১২ কিলোমিটার দূর হতে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে গিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য মইনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, চাড়োল ইউপি চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী, নাসরিনের বাবা নাজিম উদ্দীন, মা শরিফা ও লাবু। পরে তারা হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করে।
×