ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়া স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৫:২৮, ৮ সেপ্টেম্বর ২০১৭

উল্লাপাড়া স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ স্ত্রীকে তুলে দিয়ে ট্রেন থেকে নামতে গিয়ে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমামের পা পিছলে পড়ে যাওয়ার ঘটনায় উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার সামছুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অপরদিকে সহকারী স্টেশন মাস্টার আবদুল বাতেনকে মারধর করায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলের পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) অসিম কুমার তালুকদার উল্লাপাড়া স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান সোমবার বিকেলে উল্লাপাড়া স্টেশনে পৌনে ৩টার দিকে ঢাকাগামী চিত্রা ট্রেনে তানভীর ইমাম স্ত্রীকে তুলে দিয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান। এ ঘটনায় সহকারী স্টেশন মাস্টারকে মারপিট করা হয়। রেলওয় পাকশী বিভাগের ডিআরএম জানান উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনে যাত্রী ওঠানামার জন্য তিন মিনিট স্টপেজ নির্ধারণ করে দিয়েছে রেল বিভাগ, কিন্তু সংসদ সদস্যের জন্য সেদিন সাড়ে ৪ মিনিট স্টপেজ করা হয়েছিল। তারপরও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে স্টেশন মাস্টার সামছুল আলমের দায়িত্বে কিছুটা অবহেলা প্রতীয়মান হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সহকারী স্টেশন মাস্টার নিরপরাধ ছিলেন। তাকে মারধর করা হলে রেলওয়ে হাসপাতাল থেকে চিকিৎসাও নিতে হয়েছে। এ কারণে পাকশী রেল বিভাগের বিভাগীয় ট্রাফিক অফিসার (ডিটিও) শওকত জামিল মোহসীন ও ট্রাফিক কমার্শিয়াল অফিসার (টিসিও) আনোয়ার হোসেনের সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী রবিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
×