ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রূপা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৫৯, ৬ সেপ্টেম্বর ২০১৭

রূপা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ সেপ্টেম্বর ॥ জাকিয়া সুলতানা রূপাকে ধর্ষণ ও হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মঙ্গলবার নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সচেতন ছাত্র-শিক্ষক-জনতার ব্যানারে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন- সিপিবির জেলা শাখার সভাপতি অধ্যাপক মোস্তফা কামাল, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের জেলা শাখার সভাপতি ব্রজগোপাল সরকার, মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান খান, কামরুজ্জামান চৌধুরী প্রমুখ। কুষ্টিয়ায় সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৫ সেপ্টেম্বর ॥ কুষ্টিয়া পৌরসভার আওতাধীন দুটি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার শহরের হরিশংকপুর রেলগেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।জানা গেছে, পৌরসভার অন্তর্গত জনগুরুত্বসম্পন্ন নূর উদ্দিন আহম্মেদ সড়কের লাহিনী বটতলা থেকে চালের বর্ডার পর্যন্ত ২ কিলোমিটার ও ইউসুফ আলী সড়কটি ভেঙ্গে-চুরে যানবহন চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়ায় সংস্কারের দাবিতে এলাকাবাসী ফুঁসে উঠেছে। বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু, সাবেক কমিশনার জিয়াউল হক জিয়া প্রমুখ।
×