ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

প্রকাশিত: ০৫:৪৪, ৫ সেপ্টেম্বর ২০১৭

চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চলতি বছরের আগস্ট মাসে সর্বোচ্চ সংখ্যক কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড হয়েছে চট্টগ্রাম বন্দরে। নতুন যন্ত্রপাতি স্থাপন, ইয়ার্ড সম্প্রসারণ, কাস্টমসে জনবল বৃদ্ধি, দ্রুত কন্টেনার স্ক্যানিং এবং সুষ্ঠু ব্যবস্থাপনার কারণেই তা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে ঈদের ছুটিতে আমদানিকারকরা কন্টেনার ডেলিভারি না নেয়ায় স্তূপ কিছুটা বড় হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (এডমিন এ্যান্ড প্লেনিং) জাফর আলম জানান, আগস্ট মাসে হ্যান্ডলিং হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭২৫ টিইইউএস কন্টেনার পণ্য। এটি এ যাবতকালে কোন মাসে চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ কন্টেনার হ্যান্ডলিংয়ের রেকর্ড। এর আগে গত মার্চ মাসে বন্দর কর্তৃপক্ষ হ্যান্ডলিং করেছিল ২ লাখ ১৮ হাজার ৮৭৮ টিইইউএস কন্টেনার। বন্দর সূত্র জানায়, দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে আমদানি-রফতানি বৃদ্ধির ফলে চট্টগ্রাম বন্দরে পণ্য হ্যান্ডলিংও বেড়েই চলেছে। ক্রমবর্ধমান আমদানির সঙ্গে সামঞ্জস্য রেখে বন্দরের সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হচ্ছে। ব্যবস্থাপনায়ও যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে। তবে সার্বিক সহযোগিতার জন্য বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে ঈদের ছুটিতে বন্দরে কন্টেনার হ্যান্ডলিং স্বাভাবিক থাকলেও পণ্য ডেলিভারি গ্রহণ করেনি আমদানিকারক প্রতিষ্ঠাগুলো। এর ফলে কন্টেনারের স্তূপ বড় হয়েছে। প্রতি বছরই দুই ঈদের ছুটিতে কন্টেনার জট পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এবারের কোরবানির ঈদে ছুটি ততটা লম্বা না হওয়ায় জটও হয়েছে কম। ছুটির পর সোমবার কর্মদিবস শুরু হয়ে যাওয়ায় বন্দর ও কাস্টমসেও কাজ শুরু হয়েছে। তবে প্রথম সপ্তাহে কাজ-কর্মে ঢিলেঢালাভাব থাকবে বলে মনে করছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকে পুরোদমে কন্টেনার ডেলিভারি শুরু হয়ে গেলে সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয় যাবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।
×