ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগদান সম্পন্ন

প্রেমের টানে প্রাসাদ ছাড়ছেন জাপানের রাজকুমারী

প্রকাশিত: ০৩:১২, ৫ সেপ্টেম্বর ২০১৭

প্রেমের টানে প্রাসাদ ছাড়ছেন জাপানের রাজকুমারী

দীর্ঘদিনের প্রেমিক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে কিই কুমুরোর সঙ্গে রবিবার বাগদানের ঘোষণা দিয়েছেন জাপানের রাজকুমারী মাকো। ভালবাসার মানুষকে বিয়ে করতে প্রাসাদও ছাড়তে প্রস্তুত মাকো। হবু বর কুমুরো রাজকুমারীর সঙ্গে একইসঙ্গে পড়াশোনা করেছেন। সে সুবাদে দীর্ঘদিনের প্রেম দুজনের। আর সে টানেই বিলাসবহুল রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ মানুষের কাতারে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজকুমারী। কিন্তু জাপানের সম্রাট আকিহিতোর নাতনি মাকো’র এ ঘোষণা নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। খবর জাপান টাইমস ও ওয়েবসাইটের। জাপানে রাজবংশের নিয়ম অনুযায়ী, রাজপরিবারের বাইরে সাধারণ কাউকে বিয়ে করলে তাকে রাজপ্রাসাদ ছেড়ে যেতে হয়, উত্তরাধিকার হারাতে হয়। তবে সবকিছু জেনে বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন মাকো। বাগদানের ঘোষণা দিয়ে টিভিতে এক সংবাদ সম্মেলনে মাকো জাতির উদ্দেশে বলেছেন, তিনি সত্যিই আনন্দ বোধ করছেন। মাকো বলেন, আমি ছোটবেলা থেকেই জানতাম যে বিয়ে করার পর রাজকীয় মর্যাদা হারাব। রাজপরিবারের সদস্য হিসেবে যতটা সম্ভব রাজকীয় দায়িত্ব পালনের পাশাপাশি আমি নিজের জীবনটাকেও গুরুত্ব দিয়েছি। ২৫ বছর বয়সী রাজকুমারী মাকো টোকিও খ্রীস্টান বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কিই কুমুরোর প্রেমে পড়েন। প্রায় পাঁচ বছর প্রেমের পর মাকো সম্প্রতি সম্রাট আকিহিতোকে তাদের প্রেমের কথা জানালে রাজপরিবার বিয়ের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী তাদের বিয়ের বাগদানের জন্য এর আগে ৮ জুলাই দিন ধার্য করা হয়েছিল। কিন্তু বন্যার কারণে ওই অনুষ্ঠান স্থগিত করা হয়। এখন বাগদানের ঘোষণার পর রাজপ্রসাদের দেখভালের দায়িত্বে থাকা ইম্পেরিয়াল হাউস এজেন্সি জানিয়েছে, বিয়ে হবে ২০১৮ সালের গ্রীষ্মে।
×